শিগগিরই ’প্রিয় মালতী’র মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
Published : 07 Dec 2024, 05:09 PM
দেশের বাইরে বিভিন্ন আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সিনেমা ’প্রিয় মালতী’।
সিনেমার প্রযোজনা সংস্থা চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিগগিরই ’প্রিয় মালতী’র মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নাম ভূমিকায়।
১৫ বছরের ক্যারিয়ারে দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার নিজের সিনেমা মুক্তির খবরে স্মৃতি কাতর হয়ে পড়েন মেহজাবীন।
অভিনয় জীবনের শুরুর দিকের কথা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, "শুরু থেকেই দর্শকরা আমার পাশে ছিলেন। আমি যখন নতুন, তখন থেকে এখন পর্যন্ত, যত গল্প, যত চরিত্র, প্রায় সবগুলোই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন।”
মেহজাবীন মনে করেন দর্শকদের ‘ভালোবাসা’ তাকে এগিয়ে নিয়েছে।
দর্শক 'ভাবাবে' মেহজাবীনের 'প্রিয় মালতী'
“আমার বিশ্বাস, দর্শকরা আমার সিনেমা দেখতেও প্রেক্ষাগৃহে আসবেন এবং পছন্দ করবেন।"
এরই মধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে দেখানো হয়েছে।
মেহজাবীন বলেন, "সিনেমাটি আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়েছে, কিন্তু আমি অপেক্ষা করছি দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর জন্য। তাদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য।"
'প্রিয় মালতী' দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে পা রেখেছেন শঙ্খ।
তিনি বলেন, "সময়টা অন্যরকম। সবখানেই সংস্কার চলছে। আমার সিনেমাতেও সংস্কারের আবেদন অন্তর্নিহিত আছে। আশা করছি দর্শকরা সিনেমাটি দেখার পর ভাববেন এবং সবার ভালো লাগবে।’
কায়রো ঘুরে মেহজাবীনের 'প্রিয় মালতী' যাচ্ছে ভারতে
নির্মাতা আরও বলেন,"'প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সবাই কানেক্ট করতে পারবেন।"
সিনেমায় নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।
‘প্রিয় মালতী’ যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এই সিনেমার শুটিং হয়েছে।