মেহজাবীন বলেন, “‘মালতী’ চরিত্র আমার ক্যারিয়ারের সব থেকে শক্তিশালী চরিত্র।”
Published : 16 Dec 2024, 10:06 PM
জীবন ও জীবিকার সংগ্রামে নামা এক লড়াকু নারী হয়ে ‘প্রিয় মালতী’ নামের যে সিনেমা দিয়ে বড় পর্দায় আসছেন মেহজাবীন চৌধুরী, সেটির মুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানে সঞ্চালনায় পাওয়া গেল অভিনেত্রীকে।
অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন বলেন, “এই প্রথম আমি উপস্থাপক হিসেবে স্টেজে উঠলাম, কিছুটা নার্ভাস আছি। পুরো প্রোগ্রামটা যেহেতু আমাকে সামলাতে হবে তাই আজকে আমি প্রশ্ন করব, বাকিরা উত্তর দিবে।”
আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।
সিনেমা মুক্তি উপলক্ষে রোববার রাতে রাজধানীতে গুলশানে অল কমিউনিটি ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
স্বাগত বক্তব্যের পর মেহজাবীন মঞ্চে ডেকে নেন সিনেমার নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, সহকারী প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চুকে।
সিনেমাটি কেন দেখা উচিত প্রশ্নে নির্মাতা শঙ্খ বলেন, “আমরা যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলি বা তৈরি করার চেষ্টা করছি সেই জায়গা থেকে এই সিনেমার গল্পে সেটার একটা প্রভাব আছে। সিনেমায় আমাদের প্রতিনিয়ত জীবনে ঘটে যাওয়া অনেক প্রশ্নের উত্তর রয়েছে।”
পরিচালক মনে করেন, সিনেমাটি যারা দেখবেন তারা একটা ‘আলাদা অনুভূতি নিয়ে’ বের হবেন।
অভিনয় জগতে ছোট পর্দায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরচণ গত দেড় দশক ধরে। এই দীর্ঘ সময়ে তাকে কেবল নাটক, টেলিফিল্ম এবং হালের দুনিয়ার ওটিটিতে পেয়েছেন দর্শকরা। কাজের ব্যাপ্তি বাড়াতে গত বছর সিনেমা করার সিদ্ধান্ত নেন মেহজাবীন।
সিনেমাটি ‘ইউ গ্রেড’ (সব বয়সীরা দেখতে পারবেন) নিয়ে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
দেশে মুক্তির আগে মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ‘প্রিয় মালতী’র প্রদর্শনী হয়েছে।
বাইরের উৎসবগুলোতে সিনেমাটি ‘দর্শক নন্দিত হয়েছে’ বলে ভাষ্য পরিচালক শঙ্খের।
“উৎসবে যারা ‘প্রিয় মালতী’ দেখেছেন, তারা গল্পের সাথে বাস্তবিক বিষয়গুলো কানেক্ট করতে পেরেছে। আশা করা যায় বাংলাদেশের দর্শকের জন্য এটা কানেক্ট করা আরও সহজ হবে।”
সিনেমায় ‘মালতী’ চরিত্র হয়ে ওঠার গল্প জানিয়ে মেহজাবীন বলেন, “সিনেমার গল্প শোনার পরই মনে হল যদি এই চরিত্রটা ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারি তাহলে আমার ক্যারিয়ারের সব থেকে শক্তিশালী চরিত্র হবে এটি। সিনেমার গল্প দেখে দর্শকের মনে হবে এই ধরনের গল্প নিয়ে সিনেমা হওয়া উচিত। কারণ আমরা তো সিনেমায় নাচ, গান, অ্যাকশন দৃশ্য দেখে অভ্যস্ত৷
“তার বাইরে যদি গল্পটা দুই মিনিটের জন্যও দর্শককে ভাবায় তাহলে এটা একটা বড় অর্জন হবে৷ চরিত্রটা হয়ে ওঠার জন্য আমার কঠোর পরিশ্রম ছিল। আমাদের পুরো টিমের একটা ভূমিকা ছিল।”
নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, “আমার চরিত্রটি কিছুটা জটিল, মাল্টি ডাইমেনশন ধরনের। আমরা সচারাচর যেমন পিতাকে দেখি সেটা তেমন না। তাদের পরিবারে মর্মান্তিক ঘটনা ঘটে গেলেও মানবিক দিক থেকে তিনি উদার হতে পারে না। চরিত্রটা তেমন। অসাম্প্রদায়িক চেতনার জায়গা থেকে যদি সিনেমাটি দেখা হয় আমি মনে করি যে সিনেমাটি ভীষণভাবে দর্শকের পছন্দ হবে।”
শাঁখারীবাজারের একটি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে শঙ্খ সিনেমাটি বানিয়েছেন।
সিনেমার গল্পে মেহজাবীনকে দেখা যাবে মালতী রানী দাশ নামের চরিত্রে। যিনি পলাশ কুমার দাশ নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।
যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, একে অন্যকে উপহার দেওয়া নেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুঁটি, মান-অভিমান সবকিছুই চলছিল।
তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় তাদের জীবনের ছন্দপতন হয়। সেদিন কী ঘটেছিল সেটাই সিনেমায় তুলে ধরেছেন শঙ্খ।
সিনেমায় আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।
সিনেমাটি প্রযোজনা করেছে ‘ফ্রেম পার সেকেন্ড’ এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকার শাঁখার বাজার-বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় ‘প্রিয় মালতী’র শুটিং হয়েছে।
আরও পড়ুন:
অবশেষে মেহজাবীনের 'প্রিয় মালতী' দেশের প্রেক্ষাগৃহে
এবার দেশের দর্শকদের 'প্রিয় মালতী' দেখাবেন মেহজাবীন