হীরক জয়ন্তী উপলক্ষে বুধবার দিনভর বিটিভির পর্দায় থাকছে নানা পরিবেশনা।
Published : 25 Dec 2024, 12:00 PM
প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন করছে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘বাংলাদেশ টেলিভিশন’।
হীরক জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে বিটিভির অনুষ্ঠানমালা; এসব অংশ নেবেন বিটিভির শিল্পী ও কলাকুশলীরা।
বুধবার দিনভর বিটিভির পর্দায় থাকছে নানা পরিবেশনা। ৬০ বছর পূর্তিতে তৈরি হয়েছে থিম সং।
এক বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, ‘বাংলাদেশ টেলিভিশন’ শিরোনামের থিম সংটি মিল্টন খন্দকারের সংগীতায়োজনে গেয়েছেন আলম আরা মিনু, রিজিয়া পারভীন, রোমানা ইসলাম, হাসান চৌধুরী, বশিরুজ্জামান সাব্বির, মুহিন ও স্বরলিপি।
এছাড়াও সরাসরি প্রচারিত সংগীতানুষ্ঠানে গাইবেন খুরশিদ আলম, রিজিয়া পারভীন, ফেরদৌস আরা,বুলবুল ইসলাম, আপু আমান, স্বরলিপি, রাজীব, শাহনাজ বেলী, গামছা পলাশ, আয়েশা জেবিন দীপা ও মনির বাউলা।
আরও থাকছে মুনমুন আহমেদের পরিচালনায় বিশেষ নৃত্যানুষ্ঠান। যেখানে নৃত্য পরিবেশ করবেন মুনমুন, তামান্না, নিসা, উপমাসহ আরো অনেকে।
প্রচার হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান, তারকাদের শুভেচ্ছা বাণী, প্রামাণ্য অনুষ্ঠান ‘ডিআইটি থেকে রামপুরা’ ও নাটক ‘সোনার সিন্দুক’ও থাকছে আয়োজনে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পী, কলাকুশলী, বিজ্ঞাপন দাতা ও দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন বিটিভির মহাপরিচালক মো.মাহবুবুল আলম।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ফেরদৌসী রহমানের ‘ওই যে আকাশ নীল হলো আজ/সে শুধু তোমার প্রেমে’ গানটি দিয়ে ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের (বর্তমানে রাজউক) নিচতলায় টেলিভিশন চ্যানেলটির যাত্রা শুরু করে।
সে সময় এটি পরিচিত ছিল ‘পাকিস্তান টেলিভিশন নামে’। একাত্তরের মুক্তি যুদ্ধের পর নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ টেলিভিশন”।
১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটি ভবন থেকে বিটিভিকে রামপুরায় নিজস্ব ভবনে আনা হয়। বিটিভি রঙিন সম্প্রচারে আসে ১৯৮০ সাল থেকে।
চ্যানেলটির সম্প্রচার এখন এইচডি (হাই ডিফিনেশন) এবং টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছে গেছে।
চ্যানেলটির সম্প্রচার এখন এইচডি (হাই ডিফিনেশন) এবং টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছে গেছে।