তবে ডিসেম্বরেই সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।
Published : 22 Nov 2022, 07:42 PM
কারিগরি সমস্যার কারণে ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে না ‘বীরকন্যা প্রীতিলতা’। তবে ডিসেম্বরের মধ্যেই সিনেমাটি প্রেক্ষাগৃহে আনতে চান নির্মাতা।
ইতোমধ্যে চলচ্চিত্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৫ নভেম্বর মুক্তির দিনও ঠিক হয়েছিল।
তবে যান্ত্রিক কিছু সমস্যার কারণে শেষ সময়ে এসে মুক্তির তারিখ পেছাতে হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা প্রদীপ ঘোষ।
তিনি বলেন, “চলচ্চিত্র শিল্প একটি প্রযুক্তিনির্ভর কাজ। আমরা শেষ সময়ে এসে যান্ত্রিক সমস্যায় পড়েছি। কারিগরি সমস্যা কাটিয়ে উঠতে প্রায় সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে। অনাকাঙ্ক্ষিত এ সংকটের জন্য আমরা খুবই দুঃখিত।”
প্রদীপ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা হঠাৎ করেই এই যান্ত্রিক জটিলতায় পড়েছি। এর সমাধান করতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তবে আমরা ডিসেম্বরের মধ্যেই সিনেমাটি মুক্তি দিতে চাই।”
অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের উপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’।
চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৯-২০২০ অর্থবছরের অনুদানে নির্মিত হয়েছে।
বীরকন্যার প্রেম? প্রীতিলতা হয়ে আসছেন তিশা
‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচার শুরু
‘বীরকন্যা প্রীতিলতা’ শিক্ষার্থীরাও দেখবে, আশা সেলিনা হোসেনের