পুতিন নিহতদের পরিবারের প্রতি ‘আন্তরিক সহানুভূতি ও সমর্থনের কথা’ ব্যক্ত করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
Published : 27 Apr 2025, 04:17 PM
বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণহানিতে সমবেদনা জানিয়েছে ইরানকে রাশিয়ার সাহায্যের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত পুতিনের বার্তার একটি কপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
ওই বার্তায় পুতিন নিহতদের পরিবারের প্রতি ‘আন্তরিক সহানুভূতি ও সমর্থনের কথা’ ব্যক্ত করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, শনিবার বন্দর আব্বাসে বিশাল বিস্ফোরণটি সম্ভবত রাসায়নিক পদার্থের কারণে ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দরের ছোট একটি আগুন দাহ্য পদার্থের কন্টেইনারে ছড়ালে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত কন্টেইনারগুলোতে খুব সম্ভব রাসায়নিকই ছিল।
“আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিকট বিস্ফোরণ হয়,” স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন এক প্রত্যক্ষদর্শী।
ইরানের মেহের নিউজ লিখেছে, অজানা কারণে বন্দরের একটি জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়। ঘটনার পর বন্দরের কার্যক্রম স্থগিত রয়েছে।
রয়টার্স লিখেছে, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার পরমাণু আলোচনার মধ্যে বিস্ফোরণের এ ঘটনা ঘটল। বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। বন্দরটির কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হয়েছে।
ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি দুর্ঘটনার কারণ হিসেবে বন্দরের রাসায়নিকের কন্টেইনারগুলোর নিম্নমানের মজুদ ব্যবস্থাকে দায়ী করছেন।
ইরানের বার্তা সংস্থা আইএলএনএ-কে তিনি বলেন, “কন্টেইনারের ভেতরের রাসায়নিকই বিস্ফোরণের কারণ। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার ডিরেক্টর জেনারেল বন্দরটিতে গিয়ে সতর্কতা দিয়ে এসেছিলেন। সম্ভাব্য বিপদের কথাও তিনি তুলে ধরেছিলেন।”
বিস্ফোরণের শব্দে কয়েক কিলোমিটার দূরের জানালাও ভেঙে গেছে। ফার্স নিউজ জানিয়েছে, বন্দর আব্বাস থেকে ২৬ কিলোমিটার দক্ষিণের কেশম দ্বীপ থেকেও শব্দ শোনা গেছে।
আরও পড়ুন: