আসন বিন্যাসে ফরাসি ভাষা ব্যবহার করা হয়, কারণ এটি কূটনৈতিক ভাষা হিসেবে বিবেচিত।
Published : 26 Apr 2025, 06:03 PM
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতাদের আসন পরিকল্পনার পেছনে কাজ করেছে সূক্ষ্ম কূটনীতি।
বার্তা সংস্থা পিএ লিখেছে, বিশ্ব নেতাদের ‘বড় অহমিকা’কে মাথায় রেখে আসন বিন্যাসের ‘মহাপরিকল্পনা’ হিসেবে এটিকে বর্ণনা করেছেন ইংল্যান্ড ও ওয়েলসের ক্যাথলিকদের নেতা কার্ডিনাল ভিনসেন্ট নিকোলস।
প্রায় ১৩০০ বছরের মধ্যে প্রথম অ-ইউরোপীয় পোপ ফ্রান্সিস জন্মগ্রহণ করেন আর্জেন্টিনায়। আসনের ক্ষেত্রে তার জন্মভূমি অগ্রাধিকার পায়।
এরপরে অগ্রাধিকার দেওয়া হয় ইতালিকে, কারণ পোপ হচ্ছেন রোমের বিশপ এবং দেশটির ক্যাথলিক বিশপদের নেতা।
এরপরে ফরাসি ভাষার ‘বর্ণানুক্রমে’ থাকেন রাষ্ট্রপ্রধানরা; তারপর থাকেন সরকারপ্রধানরা।
আর্জেন্টিনা ও ইতালির পর যেসব শাসককে রাখা হয়, তাদের মধ্যে প্রথমেই স্থান পান অ্যান্ডোরার সহ-রাজপ্রধান।
উর্গেলের বিশপ জোয়ান-এনরিক ভিভেস আই সিসিলিয়া এই দায়িত্ব পালন করেন। কারণ অ্যান্ডোরার অপর সহ-রাজপ্রধান হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ; যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে ফ্রান্সের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন।
আসন বিন্যাসে ফরাসি ভাষা ব্যবহার করা হয়, কারণ এটি কূটনৈতিক ভাষা হিসেবে বিবেচিত।
তবে এ ভাষা অনুযায়ী আসনবিন্যাস একজন ইংরেজিভাষীর কাছে অপ্রত্যাশিতও হতে পারে। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তুলনামূলক আগেই স্থান পান, কারণ যুক্তরাষ্ট্র ‘ইটাটস-ইউনিস ডি'আমেরিকা’ হিসেবে তালিকাভুক্ত।
আবার, আয়ারল্যান্ডের প্রতিনিধিদল যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদলের আগে স্থান পায়। কারণ ওই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন একজন রাষ্ট্রপ্রধান, যিনি প্রোটোকল অনুযায়ী প্রিন্সের চাইতে এগিয়ে। প্রিন্স উইলিয়াম অংশগ্রহণ করেন রাজার প্রতিনিধি হিসেবে, যিনি চার্চ অব ইংল্যান্ডেরও প্রধান।
কাতার ও সার্বিয়ার প্রতিনিধিদল মধ্যবর্তী স্থানে তালিকাভুক্ত হন, যাদের নেতৃত্বে থাকেন সরকারপ্রধানরা।
কার্ডিনাল নিকোলস বলেছেন, আয়োজকরা এই জাতীয় বড় আয়োজনের ‘সংবেদনশীলতা’ মোকাবেলায় ভালোভাবে অভ্যস্ত।
“অতীতে আমি এখানে অনেকবারই দেখেছি, রোম ও হলি সি সমন্বিতভাবে এই ধরনের বড় আয়োজন সামলাতে দক্ষ। আমার মনে হয় তারা রোম সম্রাটদের শাসনামল থেকেই এমন করছে- তারা জানে কীভাবে বড় অহমিকা সামলাতে হয়।”