সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের কামারপট্টি হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়েছে।
Published : 27 Apr 2025, 04:15 PM
চার দিন আগে রাজধানীর কারওয়ান বাজারে রফিক নামের এক ব্যক্তিকে ছুরে মেরে হত্যার ঘটনায় একজকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকা থেকে মো. সাদ্দাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার বেলা ১১টার দিকে মো. জীবন ওরফে বোবা রফিক কারওয়ান বাজার এলাকায় একটি রেস্তরাঁর সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।
সে সময় তার ওপর চুরি নিয়ে হামলা চালানো হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বলেন, ঘটনা তদন্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বোবা রফিকের হত্যাকারী সাদ্দামকে শনাক্ত করা হয়।
“পরে সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের কামারপট্টি হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।”
সাদ্দামের বিরুদ্ধে তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের সাতটি মামলা রয়েছে বলে জাান তালেবুর রহমান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ছিনতাইয়ের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই হত্যার ঘটনা ঘটে বলে সাদ্দাম জানিয়েছেন।
এর আগে র্যাব গত শুক্রবার এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি মো. আসিফ ওরফে আশিক ওরফে ইব্রাহিম খলিলকে তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে।