"তারা হাতে হাত ধরে রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন।”
Published : 27 Apr 2025, 12:10 AM
ঢাকার উত্তরা কোটবাড়ি এলাকায় রেল লাইনে 'সেলফি তুলতে গিয়ে' ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেসে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন।
নিহত মাসুম মিয়ার বাড়ি নেত্রকোনায়; বাবা রমজান আলী। মাসুমের স্ত্রী ইতি খাতুন ময়মনসিংহের আব্দুস ছাত্তারের মেয়ে।
নিহতদের স্বজনদের বরাতে ওসি বলেন, মাসুম মিয়া (২১) ও ইতি খাতুনের (১৯) বিয়ে হয় গত ১৭ এপ্রিল।
"তারা গার্মেন্টে চাকরি করতে টঙ্গী-আব্দুল্লাহপুর এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন। উত্তরা ৮ নম্বর রেল গেইট ও কোটবাড়ির মাঝামাঝি এলাকা দিয়ে যাওয়ার সময় রেল লাইনে সেলফি তোলার সময়ে অসাবধানতার কারণে তারা দুর্ঘটনার শিকার হন।"
নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী আল ইসলাম বলেন, "তারা দুজন হাতে হাত ধরে রেল লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তুলছিলেন। সে সময়ে একটি ট্রেন কমলাপুরগামী ছিল, কিন্তু সে মুহুর্তে টঙ্গীগামী আরেকটি ট্রেন আসছিল। তারা সেটি খেয়াল করেত পারেনি।
"টঙ্গীগামী ওই ট্রেনের ধাক্কায় মুহূর্তেই তারা ছিটকে পড়েন। মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। তার স্বামীকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"