স্প্যানিশ ফুটবল
রেয়াল মাদ্রিদকে হারানোর আত্মবিশ্বাসের কথা ম্যাচের আগে হোটেলে সতীর্থকে বলেছিলেন বার্সেলোনার তরুণ সেনসেশন।
Published : 27 Apr 2025, 04:20 PM
কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হওয়ার আগে টানা দুই ম্যাচে রেয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে বার্সেলোনা। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে জিততে আত্মবিশ্বাসী ছিলেন লামিনে ইয়ামাল। লড়াইয়ে নামার আগেই সতীর্থ রোনাল্দ আরাউহোকে নিজেদের জয়ের কথা বলেছিলেন বার্সেলোনার এই তরুণ সেনসেশন।
সেভিয়ায় শনিবার রোমাঞ্চ-উত্তেজনায় ভরা ম্যাচে রেয়ালকে ৩-২ গোলে হারায় বার্সেলোনা। পেদ্রির চমৎকার গোলে শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ্যে দুই গোল হজম করে বসে তারা।
সরাসরি ফ্রি-কিক থেকে ক্যারিয়ারে নিজের প্রথম গোলে রেয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। পরে হেডে দলকে এগিয়ে নেন অহেলিয়া চুয়ামেনি।
বার্সেলোনার শিবিরে যখন উঁকি দিচ্ছিল হারের শঙ্কা, তখনই সমতা টানেন ফেররান তরেস। এরপর অতিরিক্ত সময়ে সবাই যখন টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছিলেন, সে সময়ে দুর্দান্ত এক গোলে বার্সেলোনাকে এগিয়ে নেন জুল কুন্দে। ১১৬তম মিনিটের সেই গোল ধরে রেখে জয়ের উল্লাসে মাতে কাতালান ক্লাবটি।
চলতি মৌসুমে বার্সেলোনার বিপক্ষে কোনোভাবেই পেরে উঠছে না রেয়াল। এনিয়ে টানা তিন ম্যাচে হেরেছে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। আগের দুটি- সান্তিয়াগো বের্নাবেউয়ে লিগ ম্যাচে ৪-০ গোলের ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলের জয়।
পেদ্রি ও তরেসের গোলে অবদান রাখা ইয়ামাল ম্যাচ শেষে বলেন, ফাইনাল জিতবেন আগেই জানতেন তিনি। ব্যাখ্যা করেন তার ভাবনার কারণও।
“আমরা যখন হোটেলে কথা বলছিলাম, তখন আমি রোনাল্দকে বলেছিলাম, তারা (রেয়াল) যদি একটি গোল করে, কোনো সমস্যা নেই।”
“তারা যদি দুই গোল করে? তাতেও কোনো সমস্যা নেই। এই বছর তারা আমাদের সামলাতে পারছে না, এটা আমরা দেখিয়েছি।”
এবারের মৌসুমে আরেকবার মুখোমুখি হবে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। আগামী ১১ মে দুই দলের লিগ ম্যাচ এবারের লা লিগার শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।