শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে রোববার পর্যন্ত।
Published : 10 Oct 2024, 11:05 PM
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে এনটিভিতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
শুক্রবার থেকে এ আয়োজন চলবে রোববার পর্যন্ত। এ অনুষ্ঠানসূচিতে আছে বিশেষ সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, টেলিফিল্ম, একক নাটক ও সিনেমা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনটিভি জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বিশেষ আয়োজন থাকে তাদের। এ বছরও ব্যতিক্রম হয়নি। এনটিভির পর্দায় সকাল থেকে রাত পর্যন্ত থাকছে তিন দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠান।
অষ্টমীর দিনে টেলিফিল্ম ‘মায়াজাল’
১১ অক্টোবর প্রথম দিনের আয়োজন শুরু হবে সকাল ৬ টা ৫৫ মিনিটে, প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আমার পূজার ফুল’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা।
সকাল ৯টায় সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ছুটির দিনের গান’। এ অনুষ্ঠানে গান করবেন শিল্পী দেবলীনা সুর।
একই দিনে দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মায়াজাল’। কাজী শাহিদুল ইসলামের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সালাহ উদ্দিন লাভলু। অভিনয় করেছেন নিলয় আলমগীর, শারমিন জোহা শশী, সায়মা স্মৃতি, শিমু আহম্মেদ, সালাহ উদ্দিন লাভলুসহ অনেকে।
একক নাটক ‘শেষ হয়েও হলোনা শেষ’ দেখা যাবে রাত ৯টা ৩০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন এআর সাইম মৃধা। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, অলংকার চৌধুরী, রকি খান, শেলী আহসান, মিলি মুন্সীসহ অনেকে।
রাত ১১ টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সেলিব্রেটি আড্ডা অনুষ্ঠান ‘রূপকথার রাত’।
নবমীতে টেলিফিল্ম ‘শেষ পর্যন্ত’
দ্বিতীয় দিনের আয়োজনে ১২ অক্টোবর সকাল ৬ টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আগমনী আলো’। কাজী মোহাম্মদ মোস্তফা’র প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বর্ণালী বিশ্বাস, সাগর রায়, কৌশিক, জয় সরকার ও তপস্বী।
সকাল ৯টায় প্রচার হবে চলচ্চিত্র ‘পোড়ামন’। জাকির হোসেন রাজু’র পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি, মিলন, বিপাশা, রেহানা জলি, মিশা সওদাগরসহ অনেকে।
দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘শেষ পর্যন্ত’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন অপূর্ব, মম, মাজনুন মিজান, সুষমা, তামিমা তিথী, সাবিহা জামান, খালেকুজ্জামাসহ অনেকে।
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে আরেকটি সিনেমা ‘দবির সাহেবের সংসার’। এ সিনেমার পরিচালক জাকির হোসেন রাজু। অভিনয় করেছেন বাপ্পী, মাহি, আলীরাজ, আসিফ ইমরোজ, দুলারি, রেবেকা, আলেকজান্ডার বোসহ অনেকে।
রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘হ্যালো ম্যাডাম’। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপুর্ব, সারিকা সাবরিন, মুনিরা মিঠু, শাহেদ আলী সুজনসহ অনেকে।
এদিন রাতে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এ লগন গান শোনাবার’। বিশেষ এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন শিল্পী কিরণ চন্দ্র রায়।
দশমীর দিনে নাটক ‘শারদ প্রাতে’
শেষ দিনের আয়োজনে সকালে প্রচার হবে বিশেষ সেলিব্রেটি শো ‘আনন্দময়ীর আগমনে’। সুষমা সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ বিশ্বাস, হৈমন্তী রক্ষিত ও মৌটুসী বিশ্বাস।
সকাল ৯টায় প্রচার হবে চলচ্চিত্র ‘প্রজাপ্রতি’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী, জাহিদ হাসান, মোশাররফ করিম, সোহেল খান, কচি খন্দকার, বাবরসহ অনেকে। দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘আজ দুপুরে’। নূজহাত সওমের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীত শিল্পী শিমু দে।
দুপুর ১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘এবার পুজায়’। প্রীতি দত্তর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সারিকা সাবা, মোহাম্মদ বারি, ফরহাদ লিমন, তানিয়া, অর্ণবসহ অনেকে।
দুপুর ২ট ৩০ মিনিটে প্রচার হবে সিনেমা ‘অগ্নি ২’। ইফতেখার চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, ওম, আশীষ বিদ্যার্থী, অমিত হাসানসহ অনেকে।
রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শারদ প্রাতে’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিম সাইয়ারা তটিনি, মিলি বাশার, মোহাম্মদ বারীসহ অনেকে।