অকাল বোধনের দেবী ও সর্বজনীনতা
যে যার ধর্ম পালন করবে, কোনো বিদ্বেষ নয়, হিংসা নয়, ভালোবাসা ও প্রীতির বন্ধনে একে অপরের সম্মানের ভিত্তিতে। তাই প্রকৃত সর্বজনীনতা। এই সর্বজনীনের অঙ্গ হবার সুযোগ আজ আর সুলভ নয়, এখন ব্যক্তিনাগরিকের দৈনন্দিন জীবন বহুলাংশে আপন আপন বিচ্ছিন্ন বলয়েই অতিবাহিত হয়।