বিবৃতিতে বলা হয়, “যারা মঞ্চে উঠে গান করেছেন তারা সুবিবেচনার পরিচয় দেননি। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামান্তর।”
Published : 11 Oct 2024, 07:22 PM
চট্টগ্রামের জেএম সেন হলের পূজা মণ্ডপে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনাকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হিসেবে দেখছে বিএনপি।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এক বিবৃতিতে ওই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি এর পেছনে কোনো ‘অসৎ রাজনৈতিক উদ্দেশ্য’ আছে কিনা, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, “যারা মঞ্চে উঠে গান করেছেন তারা সুবিবেচনার পরিচয় দেননি। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামান্তর।”
হিন্দু সম্প্রদায়ের পূজার্থী ভক্তরা ‘সর্বোচ্চ ধৈর্য ও সংযম’ প্রদর্শন করেছেন মন্তব্য করে তাদের ধন্যবাদ দিয়ে বিবৃতিতে বলা হয়, পূজা মণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর জে এম সেন হলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত দুর্গা পূজার মহাসপ্তমীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে 'চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমি' নামের একটি সংগঠন দুটি গান পরিবেশন করে।
গান পরিবেশনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ক্ষুদ্ধ সনাতন ধর্মালম্বীরা সড়কে বিক্ষোভও করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়।
পরে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মণ্ডপে গিয়ে বক্তব্য দেন এবং জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা করার আশ্বাস দেন।
শুক্রবার সকালে ওই ঘটনায় দুই জনকে আটকের কথা জানায় পুলিশ।