বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চালু থাকবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।
Published : 10 Oct 2024, 06:50 PM
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চালু থাকবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানান, দুর্গাপূজা উদযাপনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনোরকম বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
এছাড়া, সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য দেওয়া যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার বলেছিলেন, দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
গত সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলামও দুর্গাপূজায় ‘কোনো ধরনের অপতৎপরতার সুযোগ নেই’ বলে মন্তব্য করেছিলেন।
এছাড়া গত শনিবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও হিন্দু ধর্মাবলম্বীদের ‘কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নেই’ বলে মন্তব্য করেন।