কনসার্ট চলাকালীন গান থামিয়ে এক ভক্তের পক্ষ নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখা গেল মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফটকে।
সিএনএন জানিয়েছে, শনিবার ফিলাডেলফিয়ায় আয়োজিত সুইফটের ‘ইরাস ট্যুর’র একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, কনসার্টে ‘ব্যাড ব্লাড’ গানটি গাইতে গাইতে তিনি হঠাৎই থেমে যান। মূলত এক ভক্তকে বাঁচাতে গিয়েই বিরতি নিয়েছিলেন এ গায়িকা।
সেই সময় আদতেই কী ঘটেছিল, তা পুরোপুরি বোঝা না গেলেও গায়িকাকে চিৎকার করতে শোনা গেছে। চেহারায় উদ্বেগ নিয়ে তিনি বলছিলেন, “আরেহ থামুন। উনি কিছুই করছেন না।”
তার পরপরই পুনরায় ‘ব্যাড ব্লাড’ গানটি গাইতে শুরু করেন তিনি।
এ বিষয়ে লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড ও সুইফটের প্রতিনিধির সাথে সিএনএন যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেননি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্যান্য ভিডিওতে দেখা গেছে, অসংখ্য ভক্ত স্টেডিয়ামের বাইরে, টিকেট ছাড়াই দূর থেকে ‘অ্যান্টি হিরো’ গানটি গেয়ে সুইফটকে সমর্থন করছেন।
রোববার ফিলাডেলফিয়ায় তার চূড়ান্ত অনুষ্ঠানের পরে গায়িকা আগামী সপ্তাহান্তে ম্যাসাচুসেটসে যাবেন। পাঁচ বছরের মধ্যে সুইফটের প্রথম সফর হল ‘ইরাস ট্যুর’, যা মার্চ মাসের অ্যারিজোনার গ্লেনডেল থেকে শুরু হয়েছে।