জামিল আহমেদ দায়িত্ব গ্রহণের পর একাডেমির নিজস্ব ব্যবস্থাপনায় এটিই ছিল প্রথম আয়োজন।
Published : 24 Oct 2024, 03:19 PM
অনিয়মে ডুবতে বসা শিল্পকলা একাডেমিতে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা ফেরানোর’ অংশ হিসেবে প্রকাশ করা হলো লালন স্মরণোৎসবের ব্যয়ের তথ্য।
বুধবার ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আর্থিক স্বচ্ছতার পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে কাজ করছি। এখন থেকে শিল্পকলার সকল কাজই স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হবে।
“শিল্পকলাকে জনবান্ধব করতে হলে এই স্বচ্ছতার জায়গাটা থাকতে হবে। জনগণের অধিকার আছে এই বিষয়গুলো জানার।"
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ আঁকড়ে ছিলেন এক যুগ ধরে। এ সময়ে নিয়োগ বাণিজ্য, অনুষ্ঠান ও বিভিন্ন খাতে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদের শিরোনাম হয়েছিলেন তিনি।
দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে জিজ্ঞাসাবাদও করেছিল দুর্নীতি দমন কমিশন। লাকীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সাংস্কৃতিক কর্মীরা আন্দোলন করলেও তাতে কোনো ফল আসেনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর লাকী পদত্যাগ করলে একাডেমির মহাপরিচালক পদে আনা হয় নাট্যনির্দেশক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ জামিল আহমেদকে।
দায়িত্ব গ্রহণের পরদিন ১০ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই কেবল একাডেমির নতুন অভিযাত্রা সূচনা করা সম্ভব। শিল্পকলা একাডেমিকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামুলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে, আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যয় বিভাজন ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে গত ১৭ অক্টোবর থেকে তিন দিনের ‘লালন স্মরণোৎসব’ আয়োজন করেছিল শিল্পকলা। জামিল আহমেদ দায়িত্ব গ্রহণের পর শিল্পকলার নিজস্ব ব্যবস্থাপনায় এটিই ছিল প্রথম আয়োজন।
ওই উৎসবের আগের দিন মহাপরিচালক জামিল সংবাদ সম্মেলন করে বলেছিলেন, “উৎসব শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে আমরা উৎসবের ব্যয় ওয়েবসাইটে প্রকাশ করব।”
বুধবার সেই তথ্য প্রকাশ পেয়েছে একাডেমির ওয়েবসাইটে। সেখানে দেখা যায়, স্মরণোৎসবে সবমিলিয়ে ব্যয় হয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৫১১ টাকা। এর মধ্যে সংবাদ সম্মেলনে ব্যানার, ভিডিও ক্যামেরা ও আপ্যায়ন বাবদ ৯ হাজার ৪০০ টাকার খরচ আছে।
উদ্বোধনী দিনের ব্যবস্থাপনায় ছিল একাডেমির চারুকলা বিভাগ। এদিন শিল্পী সম্মানী, সাউন্ড সিস্টেম ভাড়াসহ মোট ব্যয় হয়েছে ১ লাখ ২২ হাজার ৭০০ টাকা।
দ্বিতীয় দিনের ব্যবস্থাপনায় ছিল সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। এদিন নন্দনমঞ্চে আয়োজিত হয় সাধুমেলা। মোট ব্যয় হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৫০ টাকা।
সমাপনী দিনের ব্যবস্থাপনায় ছিল প্রযোজনা বিভাগ। এদিন সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানে মোট ব্যয় হয় ৩ লাখ ১৬১ টাকা।
তিন দিনের উৎসবে দর্শক উপস্থিতির পাশাপাশি একাডেমির ফেইসবুক পেইজে সরাসরি অনুষ্ঠান দেখেছেন দর্শক। তিন দিনের আয়োজনেই মিলনায়তন দর্শকভরা ছিল, যার ভিডিওচিত্র একাডেমিতে সংরক্ষিত আছে বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি।
এক প্রশ্নের জবাবে জামিল আহমেদ বলেন, "শিল্পকলায় এর আগে আর্থিক অনিয়ম হয়েছে বলে জনমনে যে প্রশ্নটা আছে, তার জন্য অডিট করতে চিঠি দিয়েছি। দুর্নীতির অভিযোগ নিয়ে সরকারি সংস্থা থেকে তদন্ত হচ্ছে।
"কেবল আগের মহাপরিচালক নয়, বর্তমান মহাপরিচালকসহ সবাইকেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একাডেমিতে ছয় বিভাগেই নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন। আশা করি, প্রশাসনিক শৃঙ্খলাও তৈরি হবে। শিল্পকলা একাডেমিকে একটা নিয়মতান্ত্রিক জায়গায় আনতে আমরা চেষ্টা করছি। আমাদেরকে কিছুটা সময় দিতে হবে।"
আরও পড়ুন
লালনের তত্ত্বগানে শিল্পকলায় জমজমাট সাধুমেলা
গুরু বন্দনা আর তত্ত্বগানে শিল্পকলায় 'লালন স্মরণোৎসব' শুরু
শিল্পকলাকে সচল করতে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর দরকার: সৈয়দ জামিল
দায়িত্ব নিয়ে সৈয়দ জামিল: শিল্পকলার কাজ হবে জবাবদিহিমূলক ও স্বচ্ছ