মিমি বলেন, “আমি ভিডিওতে দেখেছি বাংলাদেশের হলে এই গানের সঙ্গে বহু লোক নাচছে, আর কলকাতায় গান শুনে খারাপ মন্তব্য করতে ব্যস্ত সবাই।”
Published : 28 Jun 2024, 03:30 PM
মিমি চক্রবর্তীর গালে বন্দুক বুলিয়ে দিচ্ছেন শাকিব খান, আর সেই মুহূর্তে ডেকে উঠছে ‘দুষ্টু কোকিল’। ‘তুফান’ সিনেমা মুক্তির পর এপার-ওপার বাংলা ভেসেছে যে গানের কথায়-সুরে, তা নিয়ে নায়িকা মিমির ভাষ্য, বাংলাদেশের দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন এই গানটি।
আকাশ সেনের সুর-কথা ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা।
গত ১৭ জুন কোরবানির ঈদের দিন ‘তুফান’ মুক্তির তিনদিন পর ২০ জুন চরকি, এসভিএফের ইউটিউব চ্যানেলে এই গানটি প্রকাশ হয়। যা লুফে নিয়েছে দর্শকেরা। বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে তালিকার শীর্ষে রয়েছে ‘দুষ্টু কোকিল’।
আনন্দবাজার লিখেছে, কয়েকদিন আগে টালিগঞ্জের এক পরিচালক এক্সে বলেন, “এ বছর দর্শকের দেখার বিচারে সেরা গানই যে ‘দুষ্টু কোকিল’, তা বলা যাচ্ছে না। এখনো সেরা হওয়ার সম্ভাবনা আছে, এমন গান আসতে পারে।”
এ ব্যাপারে কলকাতার নায়িকা মিমির প্রতিক্রিয়া কী জানতে চাইলে তিনি বলেন, “আমি ওই পরিচালকের মন্তব্য দেখিনি। কানে এসেছে। ‘দুষ্টু কোকিল’র থেকে ভালো গান এলে তো খুব ভাল। ইন্ডাস্ট্রির জন্য গান হিট হওয়া তো জরুরি। অনেক দিন পরে বাণিজ্যিক বাংলা সিনেমার কোনো গান এত জনপ্রিয় হল।
“আর বাংলাদেশের মানুষ কিন্তু ভালো কাজ দারুণভাবে গ্রহণ করতে জানেন। আমি ভিডিওতে দেখেছি বাংলাদেশের হলে এই গানের সঙ্গে বহু দর্শক নাচছে। আর আমাদের এখানে গান শুনে খারাপ মন্তব্য করতে ব্যস্ত সবাই।”
শাকিবকে নিয়ে মিমি বলেন, “‘তুফান’ শাকিব খানের সিনেমা জেনেই কাজ করেছি আমি। কিন্তু সিনেমার মেকিং এত ভাল হবে সত্যিই আগে ভাবিনি। পরিচালকের ভাবনায় শাকিব একদম আলাদা রূপে হাজির হয়েছেন। এই সিনেমা বাংলাদেশের কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে।”
মিমি জানিয়েছেন, শাকিবের সঙ্গে কাজের সুত্রেই তার বন্ধুত্ব হয়েছে। কাজ করার সময় নিজেদের ধর্মের ভিন্ন-অভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তারা।
“আমি এখন নিরামিষ খাই। এটা নিয়ে শাকিব বেশ কৌতুহলী ছিলেন। তবে বলব শাকিব বেশ আন্তরিক”।
কিন্তু শাকিব যখন বন্দুক দেখিয়ে নাচতে বললেন, তখন কেমন লেগেছিল?
এই প্রশ্নে হেসে উঠে মিমি বলেন, “সিনেমার কোনো দৃশ্যে প্রেমিক যখন কোনো অন্য পুরুষকে তার নায়িকার কাছে ঘেঁষতে দেয় না। এবং বন্দুক নিয়ে নিজের পৌরুষ দেখায়, সেই নাটকীয়তা নায়িকার বেশ লাগে।”
পরিচালক রায়হান রাফির ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য।
‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।
শাকিব ও মিমি ছাড়াও সিনেমায় আছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ কয়েকজন।
শুক্রবার ‘তুফান’ মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ার সিডনির বিভিন্ন প্রেক্ষাগৃহে।
অস্ট্রেলিয়ায় সিনেমাটির পরিবেশক বঙ্গজ ফিল্মস। সিডনির ব্যাংকসটাউন, ব্ল্যাকটাউন, ইস্টগার্ডেন, মাউন্ট ড্রুইট, ক্যাম্বেলটাউন, ওয়ারাওংসহ দেশটির অন্যান্য রাজ্যের প্রধান শহরেও চলবে সিনেমাটি।
'তুফান': ভারতে মুক্তি কি চলতি মাসেই?
স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে 'তুফান' এর শো বেড়ে দ্বিগুণ
শাকিব খানের ঈদের সিনেমায় 'তুফান' চলল মধুমিতা হলে
'তুফান': শাকিব দ্বৈত চরিত্রে! ট্রেইলার জাগাল রহস্য