কলকাতার সংবাদমাধ্যমগুলো সেখানে 'তুফান' সিনেমা মুক্তির তারিখ জানালেও, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সেই তারিখ নিয়ে কোনো ঘোষণা আসেনি।
Published : 21 Jun 2024, 03:26 PM
কোরবানির ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খানের 'তুফান' সিনেমা এবার কলকাতায় মুক্তি দেওয়ার তোড়জোড় চলছে।
আনন্দবাজার লিখেছে, কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীকে সঙ্গী করে শাকিবের এই সিনেমাটি আগামী ২৮ জুন ভারতে মুক্তি পেতে পারে। তবে এ প্রসঙ্গে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর। পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।
শাকিব-মিমি জুটি এই সিনেমার এর মূল আকর্ষণ কেবল তারাই নন। অভিনেতা চঞ্চল চৌধুরীসহ বাংলাদেশের নাটক-সিনেমা জগতের দর্শকপ্রিয় কিছু শিল্পীকে এক পর্দায় এনে হইচই ফেলে দিয়েছেন পরিচালক রায়হান রাফি।
চিত্রনায়ক শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’ রীতিমত উন্মাদনা সৃষ্টি করেছে বাংলাদেশের দর্শকদের মধ্যে। কয়েকদিন আগে ঢাকায় টিকেট না পেয়ে হল ভাংচুরের ঘটনা ঘটে। এখন দর্শকদের চাপ সামলাতে মধ্যরাতে বিশেষ প্রদর্শনীর খবর আসছে কয়েক জেলা থেকে।
এছাড়া দর্শকদের চাহিদা পূরণে ইতোমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে এ সিনেমার শো সংখ্যা দ্বিগুণ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন...
স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে'তুফান'এর শো বেড়ে দ্বিগুণ
শাকিব খানের ঈদের সিনেমায়'তুফান'চলল মধুমিতা হলে
'তুফান':শাকিব দ্বৈত চরিত্রে!ট্রেইলার জাগাল রহস্য
'তুফান'সিনেমায় শাকিব-মিমির সঙ্গে এপারের আরেকজন
রাফীর'তুফান',সাথে শাকিব-চঞ্চল!
ঝড় তুলে এসে গেল শাকিব-মিমির 'উরা ধুরা' গান