Published : 11 Mar 2025, 11:18 PM
আমদানির তুলনায় রপ্তানি প্রবৃদ্ধির হার বেশি হওয়ায় চলতি অর্থবছরে বাণিজ্য ঘাটতি কমার ধারা অব্যাহত রয়েছে; জুলাই থেকে জানুয়ারি সময়কালে আগের বছরের একই সময়ের চেয়ে ঘাটতি কমেছে ৯ শতাংশ।
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম সাত মাসে মোট বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১২ দশমিক ৯১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে কমেছে ১ দশমিক ১৬ বিলিয়ন ডলার, শতকরা হারে ৮ দশমিক ৯৮ শতাংশ।
মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বাংলাদেশ ২৬ দশমিক ৩৭ বিলিয়ন ডলার রপ্তানি করেছে, যা আগের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি। আগের অর্থবছরের এ সময়ে রপ্তানি হয়েছিল ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
বিপরীতে চলতি অর্থবছরের এ সময়ে আমদানি বেড়েছে ৩ দশমিক ৩০ শতাংশ। আমদানি হয়েছে ৩৮ দশমিক ১১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময় ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আমদানি পণ্যের প্রবৃদ্ধির হারের চেয়ে রপ্তানি বাড়ার হার বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতি কমেছে।
অপরদিকে ব্যালেন্স অব পেমেন্টের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৫৫ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের এ সময়ে ঘাটতি ছিল ৪২৮ কোটি ডলার। অর্থাৎ ঘাটতি কমেছে ৮৭ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছর প্রথম সাত মাসে আর্থিক হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৮ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছর একই সময়ে যা ছিল ৮ কোটি ১০ লাখ ডলার।
বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদেশিক মুদ্রার লেনদেনের ভারসাম্যে রাতারাতি যে উন্নতি হয়েছে তা বলা যাবে না। আমদানি ব্যয় বাড়ার কারণে ডিসেম্বরের থেকে জানুয়ারিতে ঘাটতি বেড়েছে। আগের মাসের
অবস্থা তুলনামূলকভাবে ভালো ছিল।