Published : 29 Apr 2025, 06:08 PM
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাই ও তাকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা নিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলাটি গ্রহণ করেন।
মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়ে আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আপেল মাহমুদ এ তথ্য জানান।
রাজধানীর সিদ্বেশ্বরীতে প্রাইভেটকার থেকে এক নারীর হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার সঙ্গে তাকেও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে শনিবার ভোরে। ঘটনার ভিডিও পরে ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ফেইসবুকে আসা ভিডিওতে দেখা গেছে, ওই নারী ফুটপাতে একটি লাগেজ নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তার হাতে ছিল ভ্যানিটি ব্যাগ। সে সময় ধীরগতিতে আসা সাদা একটি প্রাইভেটকার তার কাছাকাছি আসে এবং চালকের পাশে বসা আসনের দিক একজন হাত বের করে ওই নারীর হাত ব্যাগটি টান দেয়। সেময় ওই নারী পড়ে গেলেও গাড়িটি তাকেও টেনে নিয়ে যায়।
কিছুদূর যাওয়ার পর ওই নারীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এবং প্রাইভেটকারটি চলে যায়। পরে ওই নারী তার ট্রাভেল ব্যাগের কাছে ফিরে আসেন এবং ছুটে আসা লোকজনকে শরীরের আঘাত দেখান।
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন ওইদিন বলেছিলেন, প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা ছিনতাইকারী, তাদেরকে ধরতে পুলিশ চেষ্টা করছে।
ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে আইন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা ও পুলিশ রেগুলেশন বুক, ১৯৪৩-এর বিধি ২৪৩২৪৪ অনুযায়ী, এমন আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানা কর্তৃপক্ষের তাৎক্ষণিক মামলা দায়ের করা বাধ্যতামূলক।
আদালতের আদেশে বলা হয়েছে, “পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি পর্যালোচনা করে প্রতীয়মান হয়, দণ্ডবিধির ৩৯২ (ডাকাতি), ৩৭৯ (চুরি), ৩২৫ (গুরুতর আঘাত প্রদান), এবং ৩৪ (একাধিক ব্যক্তির সমবেত অপরাধ) ধারার আওতায় একটি গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে।
“ন্যায়বিচার নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা অপরিহার্য। এ প্রেক্ষিতে ঢাকা মহানগরের পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপারকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন, ভুক্তভোগী নারীর জবানবন্দি গ্রহণ এবং ভিডিওসহ প্রাসঙ্গিক সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে ১৭৩ ধারার অধীনে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলো।”