তার মা, নানীসহ কয়েকজন আহত হয়েছে।
Published : 04 Apr 2024, 06:37 PM
চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছে।
বৃহস্পতিবার উপজেলার চারাবটতল এলাকায় রাউজান-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বছর বয়সী রাইসা মা ও নানীর সঙ্গে অটোরিকশায় চড়েছিল। শিশুটি আধার মানিক গ্রামের এমরানের মেয়ে।
রাউজান হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলী খিল গ্রাম সড়ক থেকে অটোরিকশাটি মূল সড়কে উঠছিল। এসময় সড়কের পাশে একটি পিকআপ দাঁড়ানো থাকায় সেটিকে দেখা যায়নি।
“রাঙামাটিগামী দ্রুতগতির পাহাড়িকা সার্ভিসের একটি বাস গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুই বছর বয়সী শিশুটির মৃত্যু হয়।”
এসআই সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় অটোরিকশায় থাকা শিশুটির মা, নানীসহ আরও কয়েক জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।