সাধারণত সিংহের গড় আয়ু ১৫ থেকে ১৭ বছর। সিংহী নোভার জন্ম চট্টগ্রাম চিড়িয়াখানায়। এটির বয়স বর্তমানে ১৮ বছর চার মাস
Published : 08 Oct 2023, 08:58 PM
চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী নোভা ভালো নেই। বার্ধক্য জনিত নানা জটিলতার কারণে অসুস্থ হয়েছে পড়েছে বন্দর নগরীর চিড়িয়াখানায় জন্ম নেয়া প্রাণীটি।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১২দিন ধরে সিংহীটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। পেছনের দুই পা পক্ষাগাতগ্রস্ত হয়ে নাড়াচাড়া করতে পারছে না।
“ওষুধ ও স্যালাইন দিয়ে সিংহীটিকে বাঁচিয়ে রাখা হয়েছে”, বলেন তিনি।
শুভ জানান, সাধারণত সিংহের গড় আয়ু ১৫ থেকে ১৭ বছর। সিংহী নোভার জন্ম চট্টগ্রাম চিড়িয়াখানায়। এটির বয়স বর্তমানে ১৮ বছর চার মাস। বার্ধক্যজনিত নানা রকম জটিলতায় ভুগছে সিংহটি।
২০০৫ সালের ১৬ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া দুটি সিংহীর নাম রাখা হয় ‘বর্ষা’ আর ‘নোভা’। তাদের জন্মের কিছুদিন পর তাদের মা ‘লক্ষ্মী’ এবং ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি বাবা ‘রাজ’ মারা যায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রায় ১১ বছর নিঃসঙ্গ কাটানো ‘নোভার’ জন্য সঙ্গী আনার উদ্যোগ নিলে ২০১৬ সালে অদল-বদল প্রক্রিয়ায় ‘বর্ষাকে’ রংপুরে পাঠিয়ে সেখান থেকে আনা হয় সিংহ ‘বাদশাহ’কে।
ওই বছরের ৫ সেপ্টেম্বর বাদশাহকে চট্টগ্রামে এনে কিছুদিন আলাদা খাঁচায় রাখা হয়। ২২ সেপ্টেম্বর সিংহ এবং সিংহীকে এক খাঁচায় দেওয়ার সময় বেশ ধুমধামের আয়োজন করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সিংহ-সিংহীর ‘বিয়ে’ বলে প্রচার করা হয় ওই আয়োজনকে, যা বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়।
ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, “গত বছরের ১১ নভেম্বর বার্ধক্যজনিত কারণে রংপুর থেকে চট্টগ্রামে আনা সিংহ বাদশা মারা যায়। এরপর প্রায় এক বছর আবার নিঃসঙ্গ ছিল নোভা।”
তিনি জানান, সিংহ-সিংহী আড়াই বছর বয়সেই প্রজননক্ষম হয় এবং তিন বছরের মধ্যে প্রথম বাচ্চা প্রসব করে। ১২ বছর পর এ প্রাণীগুলোর প্রজনন ক্ষমতা আর থাকে না। এর মধ্যে সেগুলো সর্বোচ্চ পাঁচবার শাবকের জন্ম দেয়।
যে সময়ে বাদশাহকে চট্টগ্রামে আনা হয়েছিল, তখন বয়স ছিল প্রায় ১৩ বছর। আর নোভার বয়স ছিল ১১ বছর।
“মানে সিংহ-সিংহী প্রজনন সময়ের শেষ দিকে এসে এক হয়েছিল।”
যে কারণে ২০২১ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে চিড়িয়াখানার জন্য নতুন সিংহ চেয়ে চিঠি দেওয়া হয়। তবে বছর গড়ালেও সে চিঠির সাড়া না মেলায় ২০২২ সালের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকা থেকে সিংহ কেনার উদ্যোগ নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এ বছরের ১৬ মার্চ দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া সিংহ আনা হয়।
আরও পড়ুন:
চট্টগ্রাম চিড়িয়াখানায় এল বাদশাহ-নোভার উত্তরসূরি
চট্টগ্রামে সিংহ জুটি বাদশাহ-নোভার উত্তরসূরি আসছে আফ্রিকা থেকে
বাদশাহ-নোভার উত্তরসূরির খোঁজে চট্টগ্রাম চিড়িয়াখানা
বয়স বেড়েছে, সুখবর নেই বাদশাহ-নোভার সংসারে
চট্টগ্রামে নোভার সঙ্গী হল রংপুরের বাদশাহ
চিড়িয়াখানায় ঘটা করে বিয়ে: রংপুরের বরে একাকিত্ব ঘুচল চট্টগ্রামের কনের