টানা বৃষ্টিতে রোববার চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে যায়; নালা ও খালগুলো পানিতে ভরে যায়।
Published : 28 Aug 2023, 11:02 AM
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার মধ্যে নালায় পড়ে নিখোঁজ দুই বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার হয়েছে প্রায় ১৬ ঘণ্টা পর।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে নালায় শিশুটি পড়ে গিয়েছিল, তার পাশের ভবনের সংযোগ নালা থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
“সিটি করপোরেশন ও স্থানীয় লোকজনের সহায়তায় নালার আবর্জনা পরিষ্কার করার পর তাকে পাওয়া যায়। বড় নালার সাথে ভবনের পানি আসার সংযোগ করা আরেকটি নালায় শিশুটি আটকে ছিল।”
শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে যায়; নালা ও খালগুলো পানিতে ভরে যায়।
এর মধ্যে রোববার বিকালে হালিশহর রঙ্গীপাড়া কেএম হাশেম টাওয়ারের কাছে একটি বড় নালায় পড়ে যায় ইয়াসিন আরাফাত নামের শিশুটি।
স্থানীয়রা জানান, হালিশহর এলাকার ওই নালাটি আকারে বড় এবং সেখানে আবর্জনার স্তূপ আছে। সেখানে পড়ে গিয়ে তলিয়ে যায় শিশুটি।
এর আগে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ শেখ মুজিব রোডে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে তলিয়ে যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া।
প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর নালার আবর্জনা সরিয়ে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস।