সীমা অক্সিজেনের পরিচালক পারভেজের জামিন

গত ৪ মার্চ সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাতজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2023, 11:15 AM
Updated : 22 March 2023, 11:15 AM

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার কোম্পানির পরিচালক পারভেজ উদ্দিন শান্টু জামিন পেয়েছেন।

চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহরিয়ার ইকবাল বুধবার তার জামিন মঞ্জুর করেন।

আদালতের পুলিশের পরিদর্শক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামির আবেদনের প্রেক্ষিতে শুনানির পর বিচারক তার জামিন আবেদন গ্রহণ করেন।”

গত ৪ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাতজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হন।

বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে লোহার টুকরা, সিলিন্ডার কয়েক শ গজ দূরে গিয়েও পড়ে, তাতে একজন নিহত হয়।

বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম প্রতিষ্ঠানটির মালিক তিনভাইসহ ১৬ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেন।

মামলায় মোট ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪ ও ৪২৭ ধারায় মামলা করা হয়। ৩০৪ ধারায় বলা আছে- হত্যার উদ্দেশ্য না থাকার পরও মৃত্যু ঘটলে তা ‘অপরাধজনক নরহত্যা’ বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছরের কারাদণ্ড এবং তার সঙ্গে অর্থদণ্ড দেওয়া যাবে।

ওই বিস্ফোরণ তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্ত কমিটি ১৪ মার্চ তাদের প্রতিবেদন জমা দেয়। তাতে কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কথা উল্লেখ করা হয়; যদিও সীমা অক্সিজেন কর্তৃপক্ষ বলে আসছিল, তারা সব নিয়ম মেনেই কারখানা পরিচালনা করছিলেন।

সেদিন সকালে তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর রাতে নগরীর জিইসি মোড় এলাকা থেকে আসামি পারভেজ উদ্দিন শান্টুকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ।

পরদিন তাকে আদালতে কোমড়ে দড়ি পরিয়ে হাজির করানো হলে সমালোচনা হয় এবং শিল্প পুলিশের এক সদস্যকে কারণ দর্শাতে বলা হয়।

সেদিনই শান্টুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেয় পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে গত শুক্রবার থেকে সীতাকুণ্ডের সকল অক্সিজেন প্ল্যান্ট অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় মালিকরা। পরে জেলা প্রশাসকের সাথে বৈঠকের পর ওইদিন রাতে তাদের ধর্মঘট প্রত্যাহার করে।

আরও পড়ুন:

Also Read: সীমা অক্সিজেনের মালিকদের একজন গ্রেপ্তার

Also Read: পারভেজের কোমরে রশি কেন? কারণ দর্শানোর নির্দেশ

Also Read: সীমা অক্সিজেনের পারভেজ রিমান্ডে

Also Read: ‘অব্যবস্থাপনা ছিল’ সীমা অক্সিজেন প্ল্যান্টে, ‘ছিল না’ দক্ষ জনবল