পারভেজের কোমরে রশি কেন? কারণ দর্শানোর নির্দেশ

সীমা অক্সিজেন প্ল্যান্টের এই মালিকের রিমান্ডের আদেশ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 05:31 PM
Updated : 15 March 2023, 05:31 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ওই কোম্পানির পরিচালক পারভেজ উদ্দিন শান্টুকে কোমরে রশি বেঁধে আদালতে হাজির করার ঘটনায় শিল্প পুলিশের এক সদস্যকে কারণ দর্শাতে বলেছে কর্তৃপক্ষ।

অরুণ কান্তি বিশ্বাস নামে এ উপপরিদর্শককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে।

শিল্প পুলিশ সুপার মো. সোলায়মান বলেছেন, “কোমরে রশি লাগানোর ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি তাকে (অরুণ) ক্লোজ করে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।”

সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে কারখানা পরিচালনায় গাফিলতি চিহ্নিত হওয়ার পর মঙ্গলবার রাতে মালিকদের একজন পারভেজকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ।

বিস্ফোরণে নিহত একজনের পরিবারের করা মামলায় বুধবার পারভেজকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত এক দিন রিমান্ডের আদেশ দেয়।

কোমরে রশি বেঁধে পারভেজকে আদালতে হাজির করার ছবিটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর শিল্প পুলিশের পক্ষ থেকে দায়িত্বরত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।

Also Read: সীমা অক্সিজেনের মালিকদের একজন গ্রেপ্তার

Also Read: সীমা অক্সিজেনের পারভেজ রিমান্ডে

Also Read: ‘অব্যবস্থাপনা ছিল’ সীমা অক্সিজেন প্ল্যান্টে, ‘ছিল না’ দক্ষ জনবল