গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় ফজলুল কাদের চৌধুরীর নামে প্রস্তাবিত ছাত্র হলের নাম রাখার সিদ্ধান্ত হয়।
Published : 26 Feb 2025, 08:56 PM
পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
বুধবার বিকালে চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে সংবাদ সম্মেলন করে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের নেতারা অধ্যাপক জামাল নজরুল ইসলামের নামে ওই হলের নামকরণের প্রস্তাব দেন।
সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা সংবাদ সম্মেলনে বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করতে যাওয়া হলের নাম যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর নামে রাখার সিদ্ধান্ত হয়েছে।
“তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে হত্যা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। ফজলুল কাদের চৌধুরী ও তার পুত্র সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম অঞ্চলে পাকিস্তানি বাহিনীর প্রধানতম দালাল হয়ে কাজ করেছিলেন।”
গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় ফজলুল কাদের চৌধুরীর নামে প্রস্তাবিত ছাত্র হলের নাম রাখার সিদ্ধান্ত হয়।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তবে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপনে পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন অনেকেই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে কেন্দ্রীয় খেলার মাঠ ও আইন অনুষদের কাছেই ছিল শামসুন নাহার হল। পরে নতুন করে শামসুন নাহার হল তৈরির পর প্রায় দুই দশক আগে আগের ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।ওই জায়গাতেই প্রস্তাবিত ছাত্র হলটি নির্মাণ করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলনে বলা হয়, ফজলুল কাদের চৌধুরীর গুডস হিলের বাড়িটি চট্টগ্রামে ‘মুক্তিযোদ্ধাদের নির্যাতনের কেন্দ্র’ হিসেবে ব্যবহৃত হত। যিনি ‘সরাসরি মুক্তিযোদ্ধাদের হত্যার সাথে’ যুক্ত ছিলেন এবং স্বাধীন বাংলাদেশ চাননি, তার নামে প্রস্তাবিত ছাত্র হল করার সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক।
ছাত্র ইউনিয়ন নেতারা অবিলম্বে ফজলুল কাদের চৌধুরীর নামে প্রস্তাবিত ছাত্র হলের নামকরণের সিদ্ধান্ত বাতিল করে অধ্যাপক জামাল নজরুল ইসলামের নামে করার দাবি জানান।
অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নয়ন কৃষ্ণ সাহা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল রানা, চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভ দেবনাথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।
পুরনো খবর