সোনা মিয়ার ধারণা ছিল, তার ছোট ভাই সোহাগের প্ররোচনায় তার বিরুদ্ধে মারামারির মামলা হয়েছে।
Published : 16 May 2024, 02:39 PM
চট্টগ্রামের রাউজানে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই।
উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খান পাড়া এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সোহাগ মিয়া, বয়স ৪৫ বছর। বড় ভাই সোনা মিয়ার সঙ্গে তার বিভিন্ন বিষয়ে তিক্ততা চলছিল বলে রাউজান থানার এসআই শেখ মো. জাবেদ মিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সম্প্রতি শাহাবউদ্দিন নামে এক ব্যক্তি সোনা মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মারামারির মামলা করেন। সোনা মিয়ার ধারণা হয়, তার ছোট ভাই সোহাগের প্ররোচনায় শাহাবউদ্দিন ওই মামলা করেছেন।
“বুধবার আদালতে মামালার শুনানির দিন ছিল। মামলায় হাজিরা দিয়ে এসে রাতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোনা মিয়া তার ছোট ভাই সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে।”
সোহাগ মিয়াকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান এসআই জাবেদ।