গ্রেপ্তার যুবক ওই তরুণীর মায়ের খালাত ভাই, তাকে রামুর রশিদনগর দাঁতমারা পাড়া থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
Published : 11 Apr 2025, 01:01 PM
চট্টগ্রামের চন্দনাইশে তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে কক্সবাজারের রামুর উপজেলার রশিদনগর দাঁতমারা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ২৮ বছর বয়সী নাজিম উদ্দিন ওই তরুণীর মায়ের খালাত ভাই; তার বাড়ি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, হত্যাকাণ্ডের পর নাজিম পালিয়ে গিয়েছিলেন।
“ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
খুন হওয়া ১৮ বছর বয়সী মেয়েটির বাড়ি চন্দনাইশের কাঞ্চননগর এলাকার।
ঈদ উপলক্ষে চন্দনাইশের দক্ষিণ গাছ বাড়িয়া নয়াপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী। ওই বাড়িতেই বুধবার ভোররাতে তাকে ‘ধর্ষণ করে হত্যা করা হয়’ বলে পুলিশ জানিয়েছিল।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানিয়েছিলেন, ঘটনার আগের দিন মঙ্গলবার নাজিম তার খালার বাড়িতে (মেয়েটির নানা-নানীর বাড়ি) বেড়াতে গিয়েছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, “রাতে বাথরুমে যাওয়ার পর মেয়েটিকে ধর্ষণ করে নাজিম নামে এক যুবক। ঘটনা বুঝতে পেরে তার নানা-নানী বাধা দিতে গেলে তাদের গলা কেটে জখম করে ছেলেটি পালিয়ে যায়।"
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ ।
মেয়েটির আহত নানা-নানীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।