নানা-নানী বাধা দিতে গেলে তাদের গলা কেটে জখম করে পালিয়ে যায় ওই যুবক।
Published : 09 Apr 2025, 11:31 AM
চট্টগ্রামের চন্দনাইশে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানিয়েছেন, মেয়েটি উপজেলার দক্ষিণ গাছ বাড়িয়া নয়াপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওই বাড়িতেই বুধবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে।
ওই সময় তার নানা-নানীকে গলা কেটে জখম করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
খুন হওয়া ১৮ বছর বয়সী মেয়েটির বাড়ি চন্দনাইশের কাঞ্চননগর এলাকার।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, “রাতে বাথরুমে যাওয়ার পর তাকে ধর্ষণ করে তার নাজিম নামে এক যুবক। বুঝতে পেরে তার নানা-নানী বাধা দিতে গেলে তাদের গলা কেটে জখম করে ছেলেটি পালিয়ে যায়।"
নাজিম সম্পর্কে মেয়েটির মায়ের চাচাত ভাই বলে পুলিশ জানতে পেরেছে।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।
মেয়েটির আহত নানা-নানীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।