মোবাইল ফোনগুলো উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তারের তথ্য দেয়নি পুলিশ।
Published : 17 Apr 2025, 11:37 PM
বিভিন্ন সময়ে চুরি-ছিনতাই ও হারিয়ে যাওয়া ২৫১টি মোবাইল ফোন গত এক মাসে উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
বৃহস্পতিবার পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান কয়েকজনের হাতে তাদের মোবাইল ফোন তুলে দেন।
ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করেছে। এর মধ্যে শেরে বাংলা নগর থানা ৬৩টি, হাতিরঝিল থানা ৫৪টি, মোহাম্মদপুর থানা ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩২টি, আদাবর থানা ৩২টি ও তেজগাঁও থানা পুলিশ ৩০টি উদ্ধার করেছে।
মোবাইল ফোন উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তারের তথ্য দেয়নি পুলিশ।