রাস্তার পাশে থাকা একটি ভবনের সিসি ক্যামেরায় ছিনতাইয়ের পুরো চিত্র ধরা পড়ে। পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
Published : 18 Apr 2025, 12:14 AM
মোটরসাইকেলে এসে চাপাতি হাতে ভয় দেখিয়ে মিরপুরের শেওড়াপাড়ায় দুই তরুণ-তরুণীর অর্থ ছিনিয়ে নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ একজনকে সনাক্ত করেছে।
বৃহস্পতিবার ভোর ৪টায় মিরপুর থানার অধীন পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ওই তরুণ-তরুণী খাগড়াছড়ি থেকে এসে রিকশায় করে রাজধানীর মনিপুরের
বাসায় ফিরছিলেন।
রাস্তার পাশে থাকা একটি ভবনের সিসি ক্যামেরায় ছিনতাইয়ের পুরো চিত্র ধরা পড়ে। পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত তিনজনের মধ্যে একজনকে চিহ্নিত করা গেছে। যাকে চিহ্নিত করা গেছে সে পাশের এলাকার ছেলে। অন্যদের চিহ্নিত করার কাজ চলছে।
“আশা করি খুব দ্রুতই তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
ওই দুই তরুণ-তরুণী নিজেদের চাচাত ভাই-বোন পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন ওসি।
তিনি বলেন, “তারা পুলিশকে বলেছে ‘খাগড়াছড়ি থেকে ঢাকায় ফেরার পর রিকশায় করে মনিপুরের বাসায় ফিরছিলে ‘।”
মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তরুণের মানিব্যাগ থেকে আড়াই হাজার টাকা, তরুণীটির ভ্যানিটি ব্যাগ এবং তার গলা থেকে রুপার চেইন নিয়ে গেছে অভিযোগ করে মামলা হয়েছে থানায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় করে গলি দিয়ে দুইজন যাওয়ার সময় হঠাৎ করে তরুণটি পেছনে থাকায়। এরপরই তিনজনকে বহনকারী মোটরসাইকেলটি তাদের পাশে এসে থামে। চালকের মাথায় হেলমেট ছিল। অন্যদের কোনো হেলমেট ছিল না।
পরে সবার পেছনে বসা সাদা টি শার্ট পরা যুবকটি প্রথমে নেমে কোমর থেকে একটি চাপাতি বের করেন। মাঝে বসা যুবকটি এরপর নেমে যান। এসময়ে রিকশায় বসা তরুণটি নেমে যান। তরুণীটি রিকশায় বসে ছিলেন। চাপাতি হাতের যুবকটি তরুণীর দিকে এগিয়ে এসে চাপাতি দিয়ে কোপ দেওয়ার ভয় দেখায় এবং ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়।
ভিডিওতে দেখা যায়, একই সময় মোটরসাইকেলের মাঝে বসা যুবকটি তরুণীর গলা থেকে চেইন খুলে নেয় এবং রিকশায় থাকা কালো রংয়ের আরেকটি ব্যাগ নেয়। তারা ছিনতাই করার সময় হেলমেট পরা যুবকটিও কাছাকাছি ছিল।
পরে মোটরসাইকেল ঘুরিয়ে চলে যাওয়ার সময় মাঝে বসা যুবকটি তার হাতে থাকা কালো ব্যাগটি ছুঁড়ে ফেলে।