সন্দেহভাজন এই যুবককে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 11 Apr 2025, 06:12 PM
চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়িতে তরুণী খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তারের পর পুলিশ বলেছে, ‘ধর্ষণে ব্যর্থ’ হয়ে তাকে হত্যা করা হয়েছে।
মো. নাজিম উদ্দিন নামে ২৮ বছর বয়য়সের এই যুবককে কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর শুক্রবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, খুন হওয়া ১৮ বছরের সে তরুণী একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। ৩ এপ্রিল তিনি তার নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন।
মঙ্গলবার গভীর রাতে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তার নাজিম সম্পর্কে তার মামা হন।
পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা প্রাথমিকভাবে জেনেছি নাজিম ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাকে মুখে ওড়না গুঁজে ও গলায় পেঁচিয়ে খুন করেন।”
ওই তরুণীর নানা-নানীকে হত্যা চেষ্টার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, নাজিম খুন হওয়া তরুণীর মার খালাত ভাই। তিনি ঘটনার দিন রাত ১টার দিকে তরুণীর নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন।
তিনি বলেন, ঘটনার রাতে ওই তরুণী তার নানী এবং নাজিম তার খালু (তরুণীর নানা) সঙ্গে ঘুমাতে যান। রাতে খালু টয়লেটে যেতে চাইলে নাজিম কৌশলে তাকে বসত ঘরের পাশের টয়লেটে যেতে বাধা দিয়ে বাইরে নিয়ে যান।
“ঘরে ঢুকে নানা তার স্ত্রীর কক্ষে নাতনিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের টয়লেটের দরজা খুলে তিনি মুখ ওড়না গোঁজা এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে নাতনিকে দেখে চিৎকার শুরু করেন।”
পুলিশ কর্মকর্তা রাসেল বলেন, নানার চিৎকারে তার স্ত্রীও ঘুম থেকে জেগে যান। তখন নাজিম ঘরে থাকা দা দিয়ে দুইজনকে জখম করে পালিয়ে যান।
এ ঘটনার পরপর ওই তরুণীকে ‘ধর্ষণ করে হত্যা করা হয়’ বলে পুলিশ জানিয়েছিল।
শুক্রবার পুলিশ কর্মকর্তা রাসেল বলেন, প্রাথমিকভাবে নাজিম ‘ধর্ষণে’ ব্যর্থ হয়ে তরুণীকে খুন করার কথা স্বীকার করেছেন। তবে বিষয়টি আরও স্পষ্ট হওয়ার জন্য ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন।
শুক্রবার ভোরে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর দাঁতমারা পাড়া থেকে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সাতকানিয়া উপজেলায়।
আরও পড়ুন: