চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম শুনানি শেষে সোমবার এই আদেশ দেন।
Published : 11 Nov 2024, 01:53 PM
রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলাম শুনানি শেষে সোমবার এই আদেশ দেন।
জেলা পুলিশের প্রশিকিউশন শাখার পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাউজান থানার একটি অস্ত্র মামলায় ফজলে করিম চৌধুরীকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
“শুনানি শেষে সাবেক এই এমপির তিনদিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক।“
এর আগে সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তায় ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়।
রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি রাউজান থানায় হয়েছিল। বর্তমানে সেটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।“
গত ২৫ সেপ্টেম্বর রাউজানের গহিরায় ফজলে করিমের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একটি দুই নলা বন্দুক, একটি এক নলা বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার, ৫ রাউন্ড রিভলবারের গুলি ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় রাউজান থানায় এই মামলা করা হয়।
এর আগে ১৭ অক্টোবর ফজলে করিম চৌধুরীকে তিনটি মামলায় ৮ দিনের রিমান্ডের পাঠায় আদালত। সেদিন আদালতে ভার্চুয়াল শুনানি হয়। ‘নিরাপত্তা ও অসুস্থতার’ কারণ দেখিয়ে সেদিন সাবেক এই সাবেক এমপিকে আদালতে সশরীরে হাজির করা হয়নি।
তারও আগে ২৬ সেপ্টেম্বর মুনিরীয়া যুব তবলীগ কমিটির করা একটি ভাংচুরের মামলায় দুই দিনের রিমান্ড শেষে ফজলে করিমকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটকের কথা জানায় বিজিবি। আটকের পর ফজলে করিমকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।
সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সবশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রামে নেওয়া হয়।
ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাংচুর, দখলসহ বিভিন্ন অভিযোগ ১০টি মামলা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়।
আরও পড়ুন
তিন মামলায় আরো ৮ দিনের রিমান্ডে ফজলে করিম চৌধুরী
ফজলে করিম চৌধুরী রিমান্ড শেষে কারাগারে
রাউজানের সাবেক সাংসদ ফজলে করিম ২ দিনের রিমান্ডে
রাউজানের সাবেক এমপি ফজলে করিম আখাউড়া সীমান্তে আটক
বিশাল কর্মীবাহিনী নিয়ে মনোয়নপত্র জমা দিলেন ফজলে করিম