পাশাপাশি নগরী ও জেলার আরো পাঁচ মামলায় ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
Published : 17 Oct 2024, 09:57 PM
রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে তিনটি মামলায় ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার এবং বিচারিক হাকিম ফারদিন মুস্তাকিম তাসিম বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানি শেষে তিন মামলায় রিমান্ড মঞ্জুর করেন।
পাশাপাশি নগরী ও জেলার আরো পাঁচ মামলায় ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।
‘নিরাপত্তা ও অসুস্থতার’ কারণ দেখিয়ে সাবেক এই সংসদ সদস্যকে এদিন আদালতে হাজির করা হয়নি। সে কারণেই শুনানি হয় ভার্চুয়ালি।
ফজলে করিম চৌধুরীর আইনজীবী এ এইচ এম জিয়া উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঁচলাইশ ও চান্দগাঁও থানার দুটি হত্যা মামলায় যথাক্রমে দুই দিন ও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এছাড়া মুনিরীয়া যুব তবলীগের করা একটি মামলায় বিচারিক হাকিম আদালতে তিন দিনের রিমান্ড দিয়েছে।
রাউজানের তিনটি মামলায় এবং নগরীর দুটি মামলায় ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদনও আদালত মঞ্জুর করেছে বলে জানান আইনজীবী জিয়া উদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে এসব মামলায় শুনানি চলাকালে কিছু বিক্ষুব্ধ লোক আদালত প্রাঙ্গণে ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
এর আগে ২৬ সেপ্টেম্বর মুনিরীয়া যুব তবলীগ কমিটির করা একটি ভাংচুরের মামলায় দুই দিনের রিমান্ড শেষে ফজলে করিমকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটকের কথা জানায় বিজিবি। আটকের পর ফজলে করিমকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।
সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সবশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রামে নেওয়া হয়।
ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাংচুর, দখলসহ বিভিন্ন অভিযোগ ১০টি মামলা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়।
পুরনো খবর
ফজলে করিম চৌধুরী রিমান্ড শেষে কারাগারে
রাউজানের সাবেক সাংসদ ফজলে করিম ২ দিনের রিমান্ডে