এর আগে ১৭ ফেব্রুয়ারি নগরীর সদরঘাট থানার একটি মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে দুই দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।
Published : 23 Feb 2025, 07:00 PM
সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার একটি মামলায় তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার বিকেলে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোতোয়ালী থানার একটি মামলায় সাবেক সংসদ সদস্য নদভীসহ তিন আসামির প্রত্যেকের ১০ দিন করে রিমাণ্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন।”
অন্য দুই আসামি হলেন শামসুল আলম ভূঁইয়া ও সেলিম রহমান।
এছাড়া ওই মামলায় আরো চার আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। ওই আসামিরা হলেন- মনজুর আলম, নাজিম উদ্দিন, জানে আলম ও টিপু নন্দী।
মামলার নথি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ অগাস্ট বেলা সাড়ে ১১টার সময় কোতোয়ালী থানার নিউমার্কেট মোড় এলাকায় শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালানো হয়।
সেদিনের কর্মসূচিতে হামলা, ককটেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় কোতোয়ালী থানায় হওয়া এই মামলার এজাহারে নয় নম্বর আসামি নদভী।
এর আগে ১৭ ফেব্রুয়ারি নগরীর সদরঘাট থানার একটি মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে দুই দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।
গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতন হয়। এরপর দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় গত ১৫ ডিসেম্বর সাবেক সাংসদ নদভী গ্রেপ্তার হন।
পরে ১১ জানুয়ারি তাকে ঢাকা থেকে চট্টগ্রাম আনা হয়। পরদিন ১২ জানুয়ারি চট্টগ্রামের আদালতে হাজির করে সাতকানিয়া থানার দুটি ও লোহাগাড়া থানার তিনটি মামলায় সাবেক সাংসদকে গ্রেপ্তারের আবেদন করা হলে বিচারক শুনানি শেষে তা মঞ্জুর করেন।
২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।
এবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডে সাবেক এমপি নদভী
সাবেক এমপি নদভী আরও ৫ মামলায় গ্রেপ্তার
রিমান্ড শেষে সাবেক এমপি নদভী কারাগারে