গত ১৫ ডিসেম্বর নদভী ঢাকায় গ্রেপ্তার হন।
Published : 17 Feb 2025, 08:15 PM
সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার একটি মামলায় দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার বিকালে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক সংসদ সদস্য নদভীকে সদরঘাট থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
গত বছরের ৪ নভেম্বর মোহাম্মদ মোমেন নামের এক ব্যবসায়ী সদরঘাট থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, বিস্ফোরণ, নারীদের শ্লীলতাহানি ও হত্যার হুমকির অভিযোগে ২৬৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
ওই মামলায় গত বছরের ৪ অগাস্ট নগরীর সিটি কলেজ ও ইসলামিয়া কলেজ মোড়সহ আশপাশের এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা হয় বলে অভিযোগ করা হয়।
গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতন হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় গত ১৫ ডিসেম্বর নদভী গ্রেপ্তার হন।
পরে ১১ জানুয়ারি তাকে ঢাকা থেকে চট্টগ্রাম আনা হয়। পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করে সাতকানিয়া থানার দুটি ও লোহাগাড়া থানার তিনটি মামলায় সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তারের আবেদন করা হলে বিচারক শুনানি শেষে তা মঞ্জুর করেন।
২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।
আরও পড়ুন
সাবেক এমপি নদভী আরও ৫ মামলায় গ্রেপ্তার
রিমান্ড শেষে সাবেক এমপি নদভী কারাগারে
সাবেক এমপি নদভী ১ দিনের রিমান্ডে
চট্টগ্রামের সাবেক এমপি নদভী ঢাকায় আটক