দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় গত ১৫ ডিসেম্বর সাবেক সাংসদ নদভী গ্রেপ্তার হন।
Published : 12 Jan 2025, 07:34 PM
সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিমুন্নেসা খানম শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক হাবীবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতকানিয়া থানার দুটি ও লোহাগাড়া থানার তিনটি মামলায় সাবেক সাংসদকে গ্রেপ্তারের আবেদন করা হলে বিচারক শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
এছাড়া লোহাগাড়া থানার দুই মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলে বিচারক তা নামঞ্জুর করেন বলে জানান তিনি।
গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় বিভিন্ন ঘটনায় এসব মামলা হয়েছিল।
দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় গত ১৫ ডিসেম্বর সাবেক সাংসদ নদভী গ্রেপ্তার হন।
শনিবার তাকে ঢাকা থেকে চট্টগ্রাম আনা হয়।
২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।
আরও পড়ুন
রিমান্ড শেষে সাবেক এমপি নদভী কারাগারে