তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ১১০ পিস ইয়াবা, ছুরি এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়।
Published : 03 Mar 2025, 07:49 PM
চট্টগ্রামে একটি পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া এলাকায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন মোহাম্মদ মিল্লাত (২৪), আবুল হাসনাত ফাহিম (২০) ও মো. রুবেল (২৬)।
তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, নয়টি গুলি, দুটি ম্যাগাজিন, ১১০টি ইয়াবা, ছুরি এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াজেদিয়া মাদ্রাসা এলাকায় পরিত্যক্ত ভবনটিতে অভিযানে যায় পুলিশ। এসময় সেখান থেকে মিজান নামের একজন পালিয়ে গেলেও অন্যদের ধরে ফেলা হয়।”
পুলিশের ভাষ্য, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা বায়েজিদ এলাকার আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরোধী পক্ষ মিজানের অনুসারী। তাদের মধ্যে বিরোধের জেরে খুনের মত ঘটনা ঘটেছে বায়েজিদ এলাকায়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক, অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।