ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা এবং ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৪ জন নৌ সদস্য এই আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নেবে।
Published : 26 Jan 2025, 08:31 PM
মহড়ায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’।
৭ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে এক্সারসাইজ আমান-২০২৫ এ অংশ নিতে রোববার জাহাজটি চট্টগ্রাম নৌবাহিনীর জেটি ত্যাগ করে।
বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগেও ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালে বাংলাদেশ নৌবাহিনী এ মহড়ায় অংশ নিয়েছিল।
রোববার জাহাজটি চট্টগ্রাম ত্যাগের আগে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।
পরে বানৌজা সমুদ্র জয় চট্টগ্রাম ত্যাগের সময় নৌবাহিনীর ঐতিহ্য অনুসারে সুসজ্জিত বাদক দল তাদের বাদনের মাধ্যমে জাহাজটিকে আনুষ্ঠানিক বিদায় জানায়।
এসময় নৌবাহিনীর চট্টগ্রামের কর্মকর্তা এবং জাহাজটির নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সারসাইজ আমান-২০২৫ এ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদদের পাশাপাশি বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ অংশ নেবে।
বানৌজা সমুদ্র জয় এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা এবং ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৪ জন নৌ সদস্য এই আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নেবে।
বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরাদারের লক্ষ্যে পাকিস্তানে যাবার পথে বানৌজা সমুদ্র জয় শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে।
এ সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি নৌবাহিনীর সদস্যদের পেশাগত মানোন্নয়ন হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।