বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এখন মোহাম্মদ শামি।
Published : 02 Nov 2023, 09:20 PM
চলতি বিশ্বকাপে প্রথম চার ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছেন মোহাম্মদ শামি। পঞ্চম ম্যাচ থেকে সুযোগ পেয়ে তিনি যেন জমানো বারুদের বিস্ফোরণ ঘটাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর। যার সবশেষ শিকার শ্রীলঙ্কা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার লঙ্কানদের ৫৫ রানে গুটিয়ে ৩০২ রানের জয় পেয়েছে ভারত। স্রেফ ১৮ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন শামি। এর সৌজন্যে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
বৈশ্বিক টুর্নামেন্টে শামির এটি তৃতীয় ম্যাচ সেরার স্বীকৃতি। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি আসরে নিজের প্রথম ম্যাচেও ৫ উইকেট নিয়ে পান এই পুরস্কার। প্রথমবার পান ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ভারতের আর কোনো বোলার বিশ্বকাপে দুইবারের বেশি পাননি এই পুরস্কার। সব মিলিয়ে শামির চেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার জেতা বোলার স্রেফ একজন- গ্লেন ম্যাকগ্রা, ৬ বার। এছাড়া চামিন্দা ভাস, লাসিথ মালিঙ্গাও তিনবার পেয়েছেন এই স্বীকৃতি।
বিশ্বকাপে শামির তৃতীয় ৫ উইকেট এটি। গত আসরে ইংল্যান্ডের বিপক্ষে তিনি প্রথম নেন ৫ উইকেট। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ উইকেটের রেকর্ডে মিচেল স্টার্কের পাশে বসলেন তিনি। আর কোনো বোলারের দুইবারের বেশি নেই ৫ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারিও হয়েছেন শামি। স্রেফ ১৪ ইনিংসে তার নামের পাশে ৪৫ উইকেট। দুই সাবেক পেসার জহির খান ২৩ ইনিংস ও জাভাগাল শ্রীনাথ ৩৩ ইনিংসে ধরেন ৪৪ শিকার।
ওয়ানডেতে সামির চতুর্থ ৫ উইকেট এটি। ভারতের হয়ে তিনিই এখন সর্বোচ্চ ৫ উইকেটের মালিক। তিনবার করে ৫ উইকেট রয়েছে হারভাজন সিং ও শ্রীনাথের।
রেকর্ডের মালা পরা ম্যাচে দশম ওভারে প্রথম আক্রমণে আসেন শামি। তৃতীয় বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন চারিথ আসালাঙ্কা। পরের বলে কট বিহাইন্ড দুশান হেমান্থ।
পরের ওভারে দুশমন্থ চামিরাকেও উইকেটের পেছনে ক্যাচ বানান শামি। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয় ভারত।
নিজের তৃতীয় ওভারের প্রথম বলে দারুণ এক ডেলিভারিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে বোল্ড করেন শামি। তখন তার বোলিং বিশ্লেষণ ছিল ২.১-১-১-৪! অর্থাৎ ১ রানে ৪ উইকেট।
পরে পঞ্চম উইকেটের খোঁজে কিছু রান দিয়ে ফেলেন তিনি। মাহিশ থিকশানাকে স্লিপে ক্যাচ বানিয়ে স্পর্শ করেন মাইলফলক।