আগুন দেওয়ার মামলায় সাত দিনের রিমান্ড চাওয়া হলেও এদিন শুনানি হয়নি।
Published : 18 Apr 2025, 01:03 AM
নববর্ষের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির সঙ্গে যুক্ত চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগের দিন রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছেন সদর থানার ওসি এসএম আমানউল্লাহ।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রামের খান মো. রাফি সৃজন (১৮), একই গ্রামের মঈন উদ্দিন আহমেদ পিয়াস (২২), চান্দইর গ্রামের আল আমিন খান তমাল (২২), দক্ষিন উথলীর মো. মীর মারুফ (২১), বড় ষাট্টার মো. বাবুল হোসেন (৬০), দক্ষিণ উথলীর মীর আমিনুর (২৬), শিবালয়ের অন্বয় পুরের মো. মোশারফ হোসেন (৪৮) এবং পূর্ব দাশড়ার সঞ্জিব ঘোষ (৪০)।
ওসি বলেন, তারা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে তুলে আগুন দেওয়ার ঘটনার মামলায় সাত দিনের রিমান্ড চাওয়া হয়। তবে রিমান্ড শুনানি না হওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্রের বাড়িতে আগুন দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এই শিক্ষার্থী এবারের বর্ষবরণের আয়োজনে মোটিফ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এজন্য তাকে হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর তার বাড়িতে আগুন দেওয়া হয়।
মানবেন্দ্র নাম ও পরিচয় না দিয়ে এ ঘটনায় মামলা করেন।
ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
হুমকি পেয়ে থানায় জিডি, রাতে আগুনে পুড়ল চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ