ঝড় তুলে বিশ্বকাপে স্টোকসের প্রথম সেঞ্চুরি

বিশ্বকাপে ১৬তম ম্যাচ খেলতে নেমে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বেন স্টোকস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 01:09 PM
Updated : 8 Nov 2023, 01:09 PM

পল ফন মেকেরেনের ওয়াইড ইয়র্কার ডেলিভারি রিভার্স সুইপ করলেন বেন স্টোকস। থার্ড ম্যান দিয়ে বল গেল সীমানায়। স্টোকস পৌঁছে গেলেন ৯৬ থেকে ১০০ রানে, পেলেন বিশ্বকাপে পরম আকাঙ্ক্ষিত তিন অঙ্কের স্বাদ। 

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি করলেন স্টোকস। মিডল-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে ঝড়ো ব্যাটিংয়ে তিনি ৬টি করে চার-ছক্কায় ৮৪ বলে করলেন ১০৮ রান।

বৈশ্বিক এই টুর্নামেন্টে আগের ১৫ ইনিংসে ৬টি ফিফটি করেছেন স্টোকস। এর মধ্যে চারবার ৮০ ছুঁয়েও সেঞ্চুরি করা হয়নি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারের। অবশেষে চলতি আসরের শেষ দিকে এসে সেই অপেক্ষা ঘোচালেন গত বিশ্বকাপের ফাইনালের নায়ক। 

একবিংশ ওভারে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে যান স্টোকস। ২ উইকেটে ১৩৩ রান করা ইংল্যান্ড তখন বেশ ভালো অবস্থায়। পরের ওভারে ৭৪ বলে ৮৭ রানের ইনিংস খেলা দাভিদ মালান ফেরেন ড্রেসিং রুমে।  

এরপর হ্যারি ব্রুক, জস বাটলার, মইন আলিরা হতাশ করলে দুইশর আগে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। সেখান থেকে ক্রিস ওকসকে সঙ্গে লড়াই শুরু করেন স্টোকস।

দশম বলে তিনি মারেন প্রথম বাউন্ডারি। বাস ডে লেডের বলে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ৫৮ বলে স্টোকস পূর্ণ করেন চলতি আসরে নিজের দ্বিতীয় ফিফটি। পঞ্চাশের পর উত্তাল হয়ে উঠে তার ব্যাট। একের পর এক বাউন্ডারিতে পরের পঞ্চাশ করতে তিনি খেলেন স্রেফ ২০ বল। 

আরিয়ান দত্তের করা ৪৫তম ওভারে ৩ ছক্কার সঙ্গে ১ চার মারেন স্টোকস। এক ওভার পর ডে লেডের বলে ২ চারের সঙ্গে মারেন ১টি ছক্কা। পরের ওভারে মেকেরেনের বলে মারা বাউন্ডারিতে ৭৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। 

বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এর চেয়ে কম বলে সেঞ্চুরি আছে দুজন- আফগানিস্তানের বিপক্ষে ওয়েন মরগ্যান (৫৭ বলে) ও পাকিস্তানের বিপক্ষে জস বাটলারের (৭৫ বলে)। দুটিই ঘরের মাঠে হওয়া গত আসরে। 

ইনিংসের দুই বল বাকি থাকতে ড্রেসিং রুমে ফেরেন স্টোকস। তার ঝড়ো ব্যাটিংয়ে দারুণ সঙ্গে দিয়ে ৫ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন ওকস। দুজনের সপ্তম উইকেট জুটিতে আসে স্রেফ ৮১ বলে ১২৯ রান।  

বিশ্বকাপে সপ্তম উইকেটে এটিই ইংল্যান্ডের সর্বোচ্চ। সব মিলিয়ে বৈশ্বিক এই টুর্নামেন্টে সপ্তম উইকেটে এর চেয়ে বড় জুটি আছে আর একটি। চলতি আসরেই শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের লোগান ফন বিক, সাইব্রান্ড এঙ্গেলব্রেশটের ১৩০ রান। 

স্টোকস, ওকসের ঝড়ে শেষ দশ ওভারে ১২৪ রান করে ইংল্যান্ড। স্টোকসের সেঞ্চুরি, মালান ও ওকসের ফিফটিতে ৯ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৩৯ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট পেতে ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ বর্তমান চ্যাম্পিয়নদের জন্য।