৬ বোলারের ভারত? রোহিত বললেন সব পথ খোলা

রাভিচন্দ্রন অশ্বিন কি খেলবেন, নাকি একই একাদশ নিয়ে নামবে ভারত, খোলাসা করলেন না অধিনায়ক। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2023, 05:41 PM
Updated : 18 Nov 2023, 05:41 PM

সবশেষ ৬ ম্যাচে ভারত খেলেছে স্রেফ পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে। নির্ভর করার মতো অনিয়মিত তেমন কোনো বোলার নেই একাদশে। একটু ঝুঁকি তাই থেকেই যায়। ফাইনালেও কি সেই ঝুঁকি নিয়ে নামবে ভারত? নাকি বাড়াবে একজন বিশেষজ্ঞ বোলার? খোলাসা না করে অধিনায়ক রোহিত শার্মা বললেন, তাদের সামনে খোলা আছে সব পথ। 

হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার আগ পর্যন্ত ছয় বোলার নিয়েই খেলছিল ভারত। এই পেস বোলিং অলরাউন্ডারের সঙ্গে তিন ম্যাচে খেলেন শার্দুল ঠাকুর, একটিতে রাভিচন্দ্রন অশ্বিন। চোট পেয়ে হার্দিক ছিটকে যাওয়ার পর থেকে দুই অলরাউন্ডারের জায়গায় একজন করে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও পেসার খেলাচ্ছে ভারত। সবশেষ ৬ ম্যাচে খেলেছেন সুরিয়াকুমার ইয়াদাভ ও মোহাম্মদ শামি। 

আহমেদাবাদে রোববার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আগের দিন সংবাদ সম্মেলনে রোহিত বললেন, ১৫ সদস্যের সবাইকে প্যাট কামিন্সদের মুখোমুখি হওয়ার জন্য তৈরি দেখতে চান তিনি।  

“১৫ জন থেকে যে কেউ খেলতে পারে। সবার জন্যই সুযোগ থাকবে। আজ ও কাল আমরা দেখব উইকেট কেমন, এরপর ঠিক করব। আমাদের ১২-১৩ জন ঠিক হয়েই আছে। কাল আমরা দেখব, উইকেট কেমন, কন্ডিশন কেমন, আমাদের শক্তি কী, ওদের দুর্বলতা কী হতে পারে। আমাদের এগুলো দেখতে হবে, আমরা এখনও ঠিক করিনি আমাদের ১১ জন কারা হবে। তবে আমি চাই আমাদের সবাই তৈরি থাকুক, এরপর আমরা ঠিক করব কাল কারা খেলবে।”

বোলার একজন না বাড়ানো হলেও বোলিং লাইনআপে পরিবর্তনের সুযোগ দেখছেন কেউ কেউ। ফাইনালে উইকেট একটু মন্থর হতে পারে। তাই একজন পেসার কমিয়ে অফ স্পিনার অশ্বিনকে খেলানোর কথা কী ভাববেন রোহিত?  

“আমি একটু আগেই বলেছি, সব বিকল্পই খোলা আছে। আমরা কী করব না করব, তা নিয়ে আমি এখন কিছুই বলতে চাই না। তবে সব খেলোয়াড়ই এটা জানে। আমরা টুর্নামেন্টের শুরুতে ওদের সঙ্গে এনিয়ে কথা বলেছি। যে কেউ যে কোনো সময় খেলতে পারে। তাই কারও এমন মানসিকতা থাকবে না, আমি টুর্নামেন্ট জিতেছি, আমি রিল্যাক্স করতে পারি। কারও ভেতর এই ধরনের অনুভূতি নেই। কারণ সবাই জানে, যে কোনো সময় খেলার সুযোগ আসতে পারে। যেমনটা আপনারা দেখেছেন, একটা চোট ছিল এবং এরপর দুই জন সুযোগ পেল। আর শামি ও সুরিয়া নিজেদের কাজটা করেছে নিখুঁতভাবে।”

“সুরিয়া সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পায়নি। কিন্তু শামি এসেছে আর নিজের কাজটা করেছে। সে সহজেই রিল্যাক্সড হয়ে বসে থাকতে পারত। সে বলতে পারত, ‘আমি ভেবেছিলাম, আমার সুযোগ শেষ। তারা আমাকে খেলাবে না।’ কিস্তু সব ক্রিকেটার বেশ পেশাদার। সবাই যে কোনো সময় একটা সুযোগ পেতে পারে। এটা বিশ্বকাপ। প্রতি বছর হয় না। তাই সব সময় তৈরি থাকার মানসিকতা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি, কালকের ম্যাচের জন্য ১৫ জনকেই আমি ভাবনায় রাখব, এরপর দেখব কে কে খেলে।”