Published : 17 Oct 2022, 05:08 PM
যথেষ্ট প্রস্তুতি না থাকলে ম্যাচে তার বিরূপ প্রভাব পড়বে আর যদি থাকে ম্যাচ খেলার ঘাটতি, তাহলে বড় মঞ্চে যেকোনো দলই খেই হারাবে। এসব হিসাব-নিকাশ যদিও স্কটল্যান্ডের ক্ষেত্রে খাটছে না। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে মাঝে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া দলটিই বিশ্ব আসরে নেমে চমকে দিল আবারও। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যেন জানান দিল, এবারও দারুণ কিছুই করতে এসেছে তারা।
অস্ট্রেলিয়ায় এবারের আসর যেন অঘটনময় হয়ে উঠেছে। আগের দিন উদ্বোধনী ম্যাচে গত মাসেই এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় নামিবিয়া। সেটাও আবার দাপটের সঙ্গে। ঠিক একইভাবে ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে সহজেই জিতল স্কটিশরা।
হোবার্টে সোমবার প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৪২ রানে হারিয়েছে স্কটল্যান্ড। ১৬০ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা গুঁড়িয়ে দিয়েছে স্রেফ ১১৮ রানে।
ম্যাচ শেষে অভাবনীয় জয়ের আনন্দে স্কটল্যান্ড অধিনায়ক রিচার্ড বেরিংটন বলেন, এই জয় তাদের জন্য অনেক বড় কিছু।
“অবশ্যই এই জয় আমাদের জন্য বিশেষ কিছু। এর পেছনে আছে অনেক পরিশ্রম এবং এই জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। যত টি-টোয়েন্টি ম্যাচ খেলার ইচ্ছা আমাদের ছিল, তার আমরা পাইনি। কিন্তু আমরা ৫০ ওভারের ক্রিকেট খেলেছি। এক্ষেত্রে বিষয়টা আসলে (ওয়ানডের) দক্ষতাগুলোই ছোট ফরম্যাটে নিয়ে আসা।”
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল স্কটল্যান্ড। প্রাথমিক পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে তারা উঠেছিল সুপার টুয়েলভে; ওই তিন ম্যাচের মধ্যে বাংলাদেশকেও হারিয়েছিল স্কটিশরা। পরের ধাপে অবশ্য জিততে পারেনি একটিও।
ওই আসরের পর দীর্ঘ বিরতি শেষে গত জুলাইয়ে আবার টি-টোয়েন্টি খেলার সুযাগ পায় তারা। নিউ জিল্যান্ডের বিপক্ষে উভয় ম্যাচেই অবশ্য হেরে যায় বড় ব্যবধানে।
তারপর আবার বিরতি এবং মাঠে নেমেই উইন্ডিজকে উড়িয়ে দেওয়ার গল্প লিখল স্কটল্যান্ড। জয়ের ভিতটা তারা পায় উদ্বোধনী জুটিতে। পাওয়ার প্লের ৬ ওভারেই কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলে ৫৪ রান। পরের ওভারে জুটি ভাঙলেও শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রেখে ৫৩ বলে ৬৬ রান করেন জর্জ মানজি।
লক্ষ্য খুব বড় ছিল না। শুরুটাও খুব খারাপ ছিল না উইন্ডিজের; পাওয়ার প্লেতে তারা তুলেছিল ২ উইকেটে ৫৩ রান। এরপরই তাদের ধস নামে। ৫৮ থেকে ৬৯ রানের মধ্যে আরও তিন উইকেট হারায় তারা। খানিক পর তিন রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে তাদের স্কোর দাঁড়ায় ৭৯/৮।
ওখান থেকে ৩৮ রানের ইনিংসে হারের ববধান কেবল কমান জেসন হোল্ডার।
দুবার করে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে এমন দুর্দান্ত জয়ের পেছনে ভালো শুরুর বড় ভূমিকা দেখছেন বেরিংটন।
“আমার মনে হয়, আমরা উড়ন্ত সূচনা পেয়েছিলাম। বিশেষ করে মানজি দ্রুত রান তুলছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজ ভালোভাবে ম্যাচে ফিরেছিল, তবে আমাদের বোলাররা ভালো বল করেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় তারা তাদের কাজটা করেছে। মার্ক ওয়াট ভালো শুরু করেছে এবং মূল্যবান উইকেট পেয়েছে। লিস্ক টানা চার ওভারেও ভালো বল করেছে।”
দারুণ বোলিংয়ে স্রেফ ১২ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার ওয়াট। দুটি করে প্রাপ্তি ব্র্যাড হুইল ও মাইকেল লিস্কের। তবে জয়ের ভিত গড়ে দেওয়া ইনিংস খেলে ম্যাচ সেরা বাঁহাতি ওপেনার মানজি।