চ্যাম্পিয়ন্স ট্রফি
২১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করতে পারলেন নিউ জিল্যান্ডের কোনো ওপেনার।
Published : 19 Feb 2025, 05:57 PM
ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই জ্বলে উঠলেন উইল ইয়াং। দুর্দান্ত ব্যাটিংয়ে আসরের প্রথম সেঞ্চুরি উপহার দিলেন নিউ জিল্যান্ডের এই ওপেনার।
করাচিতে বুধবার পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান ইয়াং। ১ ছক্কা ও ১২ চারে সাজানো তার ১১৩ বলের ইনিংসটি থামে ১০৭ রানে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতক করা নিউ জিল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান তিনি। কিউইদের হয়ে সবশেষ এই স্বাদ পেয়েছিলেন কেন উইলিয়ামসন। ২০১৭ সালে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিক ১০০ রান করেন তিনি। চলতি আসরেও আছেন তিনি।
ম্যাচের দ্বিতীয় বলে রানের খাতা খোলেন ইয়াং। এরপর বলের সঙ্গে পাল্লা দিয়ে ইনিংস বড় করতে থাকেন তিনি। পরপর দুই ওভারে ডেভন কনওয়ে ও উইলিয়ামসনকে হারিয়ে চাপে পড়া দলের এক প্রান্ত আগলে রাখেন ডানহাতি ব্যাটসম্যান।
পাকিস্তানেই কদিন আগে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে যথাক্রমে ৪, ১৯ ও ৫ রান করেন ইয়াং। পরে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে করতে পারেন ১৪ রান।
ব্যর্থতার জাল ছিঁড়ে এদিন পঞ্চাশ স্পর্শ করেন তিনি ৫৬ বলে। ফিফটির পর আরেকটু দ্রুত রান বাড়াতে থাকেন তিনি। পরের পঞ্চাশ রান তুলতে তার লাগে ৫১ বল। আবরার আহমেদের বলে সিঙ্গেল নিয়ে কাঙ্ক্ষিত তিন অঙ্কে ১০৭ বলে পা রাখেন ইয়াং।
ওয়ানডেতে এটি ইয়াংয়ের চতুর্থ সেঞ্চুরি। এক বছরেরও বেশি সময় পর এই স্বাদ পেলেন তিনি। সবশেষ শতক করেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে, বাংলাদেশের বিপক্ষে ১০৫।
এই সংস্করণে ইয়াংয়ের ক্যারিয়ার সেরা ইনিংস ১২০ রানের, ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে। এবার সেটা পেরিয়ে যাওয়ার সুযোগ ছিল তার সামনে। কিন্তু নাসিম শাহর বলে বদলি ফিল্ডার ফাহিম আশরাফের দারুণ ক্যাচে বাজে তার বিদায়ঘণ্টা।
ভাঙে টম ল্যাথামের সঙ্গে তার ১২৬ বল স্থায়ী ১১৮ রানের জুটি।