ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ফরচুন বরিশালের বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ৩ উইকেট নিয়েছেন মাত্র ২ রান দিয়ে।
Published : 29 Jan 2025, 11:31 PM
প্রথম ওভারেই মেডেন নিয়ে দুই উইকেট। দ্বিতীয় ওভারে উইকেট আরেকটি। এরপর আর বোলিংই পেলেন না তানভির ইসলাম। আরও উইকেট না পাওয়ার আক্ষেপ তাই থাকতেই পারে তার। তবে বাঁহাতি এই স্পিনারের বোলিং ফিগার দাঁড়াল দারুণ, ২-১-২-৩!
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মিরপুরে বুধবার ফরচুন বরিশালের স্পিনারের এমন দুর্দান্ত বোলিং ফিরিয়ে আনল অনন্য এক বোলিং কীর্তির স্মৃতি। যে পারফরম্যান্স উপহার দিয়েছিলেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ২০১৬ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মিরপুরেই শূন্য রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
বিপিএলে সবচেয়ে কম রান দিয়ে তিন বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড সেটি। খুলনা টাইটান্সের বিপক্ষে সেদিন তার বোলিং বিশ্লেষণ ছিল ২.৪-২-০-৩।
সানির সেই বোলিংয়ের পর বিপিএলে সবচেয়ে কম রানে তিন উইকেট দেওয়ার কীর্তি এখন তানভিরের। ঢাকার বিপক্ষে তৃতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই তিনি বোল্ড করেন লিটন কুমার দাসকে। তিন বল পরই তার শিকার আফগান ব্যাটসম্যান রিয়াজ হাসান। ওভারে কোনো রান দেননি তিনি।
দুই বাঁহাতি জেপি কোটজে ও তানজিদ হাসানের সামনে আর তাকে বোলিংয়ে আনেননি বরিশাল অধিনায়ক। আবার তিনি বল হাতে পান নবম ওভারে। ওভারের প্রথম পাঁচ বলে মোসাদ্দেক হোসেন ও কোটজে নিতে পারেন দুই রান। ওভারের শেষ বলে স্টাম্পড হন মোসাদ্দেক।
এরপর আর বোলিং পাননি তিনি। মোহাম্মদ নাবি ও ফাহিম আশরাফও তিনটি করে উইকেট নিয়ে ঢাকাকে গুটিয়ে দেন ৭৩ রানে। এবারের বিপিএলে যা দলীয় সর্বনিম্ন স্কোর।
নাবি ও ফাহিমকে ছাপিয়ে ম্যান অব দা ম্যাচের স্বীকৃতি পান তানভির। পুরস্কার বিতরণী আয়োজনে অবশ্য থাকতে পারেননি তিনি। অধিনায়ক তামিম ইকবাল জানান, ইনিংসের শেষ বলে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে আপাতত হাঁটার মতো অবস্থায় নেই এই স্পিনার। তাকে নিয়ে একটু দুর্ভাবনার কথাও জানান বরিশাল অধিনায়ক।
এই রেকর্ডে তানভিরের পরেই আছেন নাহিদুল ইসলাম। ২০২২ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই অফ স্পিনার।
বিপিএলে সবচেয়ে কম রানে অন্তত ৪ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড গত প্রায় ১৩ বছর ধরে মোহাম্মদ সামির। প্রথম বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ফাস্ট বোলার।
এখানেও নাম আছে নাহিদুলের। ২০২৩ আসরে খুলনা টাইগার্সের হয়ে এই অফ স্পিনার ৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে।
বিপিএলের সীমানা ছাড়িয়ে সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে শূন্য রানে ৩ উইকেট নেওয়ার কীর্তি সানি ছাড়াও আছে আরও সাত বোলারের।