বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ‘শূন্য’ কোহলি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2019 11:07 AM BdST Updated: 15 Nov 2019 09:52 PM BdST
-
ছবি: বিসিসিআই
আউট হয়ে ভ্রু কুঁচকে ড্রেসিং রুমে ফিরছিলেন বিরাট কোহলি। মনে হচ্ছিল, কিছুটা বিস্মিত, নিজের ওপর কিছুটা বিরক্তও। ড্রেসিং রুমে ফিরেই অ্যানালিস্টের ল্যাপটপের সামনে গিয়ে দাঁড়ালেন। দেখলেন নিজের আউটের রিপ্লে। টিভি ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নিজের ভুলটা তাৎক্ষণিক দেখে নিলেন ভারতীয় অধিনায়ক। তবে এই ইনিংসের বাস্তবতা আর পাল্টানোর সুযোগ নেই। শূন্য রানে আউট কোহলি!
ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন সকালে আবু জায়েদ চৌধুরির দারুণ এক ডেলিভারিতে আউট হয়েছেন কোহলি। ফিরেছেন ২ বলে শূন্য রান করে। বাংলাদেশের বিপক্ষে সব সংস্করণেই কোহলির রেকর্ড দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ ইনিংস মিলিয়ে এই প্রথমবার আউট হলেন শূন্য রানে।
আবু জায়েদের ডেলিভারি আর বাংলাদেশের রিভিউ, দুটিই ছিল দুর্দান্ত। অফ স্টাম্পের বাইরে পিচ করে বলটি ভেতরে ঢোকে তীক্ষ্ণভাবে। কোহলির টেকনিক এমনিতে দারুণ। ডিফেন্স করার চেষ্টায় বল কখনও কখনও পায়ে লাগলেও পেছনের পায়ে লাগে কদাচিৎ, সামনের পায়েই বেশি লাগে। কিন্তু এই ক্ষেত্রে আবু জায়েদ ছিলেন সফল। বল লাগে কোহলির পেছনের পায়ে।
এলবিডব্লিউর জোরালো আবেদনে অবশ্য সাড়া দেননি আম্পায়ার। খালি চোখে বল স্টাম্পের ওপর দিয়ে চলে যেতে পারে বলেও মনে হচ্ছিল। কিন্তু বাংলাদেশ রিভিউ নেয় এবং সফল হয়।
বাংলাদেশের বিপক্ষে ১২ ওয়ানডেতে কোহলির ব্যাটিং গড় ৭৫.৫৫। সেঞ্চুরি ও ফিফটি ৩টি করে। ৪টি টি-টোয়েন্টিতে গড় ৬৪.৫০। এই ম্যাচের আগে দুটি টেস্ট খেলে ছিল একটি ডাবল সেঞ্চুরি। এবারের শূন্য রানের পরও তাই টেস্টে গড় ৬৪।
কোহলির আগে দ্বিতীয় দিন সকালে চেতেশ্বর পুজারার উইকেটও নিয়েছেন আবু জায়েদ। ভারতের প্রথম তিন উইকেটই নিয়েছেন এই পেসার। তার বলে ক্যাচও পড়েছে দুটি।
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
-
ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টকে ছুঁয়ে ম্যাককালামের কাছে স্টোকস
-
৫ বছর পর বাদ পড়লেন মুমিনুল
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- পদ্মা সেতু: এক নজরে
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট