তাইজুলের বিশ্বাস জেতা সম্ভব

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের সামনে সিলেট টেস্টে পরাজয়ের চোখ রাঙানি। তবে তাইজুল ইসলাম মনে করেন, ম্যাচে খুব বেশি পিছিয়ে নেই স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে দেড়শ রানে থামাতে পারলে জেতা সম্ভব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2018, 01:51 PM
Updated : 4 Nov 2018, 03:50 PM

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ে এগিয়ে ১৪০ রানে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১ রান করা অতিথিদের তৃতীয় দিনে দ্রুত গুটিয়ে দিতে চান প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া বাঁহাতি এই স্পিনার।

“ওদের দ্বিতীয় ইনিংসে দেড়শ রানের মধ্যে রাখতে পারলে ভালো হবে। ... আমরা জয়ের চিন্তাই করছি। ম্যাচে এখনও তিন দিন বাকি আছে এবং তিন দিন অনেক সময়। আমরা খুব বেশি পিছিয়ে নেই আর এর মাঝে অনেক কিছুই হতে পারে।”

জিম্বাবুয়েকে রোববার সকালে ২৮২ রানে গুটিয়ে দেওয়ার খুশি মিলিয়ে যায় ব্যাটিং ব্যর্থতায়। বাংলাদেশের ইনিংস থমকে যায় ১৪৩ রানে। তাইজুলের বিশ্বাস, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবেন স্বাগতিক ব্যাটসম্যানরা।

“ক্রিকেটে কখনো ভালো হবে আবার কখনো খারাপ হবে, এমন সময় আসে। সকালে হয়তো আমাদের সময়টা ভালো কেটেছে। লাঞ্চের পর থেকে দুই সেশন আমাদের পক্ষে আসেনি। ... ক্রিকেটে সব সময় সুযোগ থাকে ফিরে আসার। আমরাও চাই, আমাদের দল ঘুরে দাঁড়ানোর দারুণ কোনো কীর্তি গড়ুক।”