নোমান ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
Published : 08 May 2024, 05:51 PM
ময়মনসিংহে ছয় বছর পর অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নব বেগম আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. হযরত আলী জানান।
দণ্ডিত মো. রাশেদুজ্জামান নোমান (৪২) সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
পিপি হযরত আলী বলেন, ২০১৮ সালের কোতোয়ালি মডেল থানায় নোমানের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়।
তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার নোমানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।