ক্ষতিপূরণ আদায়সহ কোম্পানিটিকে ইসিসহ সব সরকারি প্রতিষ্ঠানে ‘কালো তালিকাভুক্ত’ করতে নোটিস দেওয়া হয়েছে।
Published : 19 May 2024, 11:05 PM
চুক্তি অনুযায়ী সময়মত মালামাল সরবরাহ না করায় ’প্রতারণার’ দায়ে এসকে সরদার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন।
একই সঙ্গে ক্ষতিপূরণ আদায়সহ কোম্পানিটিকে ইসিসহ সব সরকারি প্রতিষ্ঠানে ‘কালো তালিকাভুক্ত’ করতে নতুন করে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
রোববার ইসির সহকারী সচিব জাকির মাহমুদ স্বাক্ষরিত এ চিঠি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাঠানো হয়।
এতে বলা হয়, চুক্তির মৌলিক শর্ত ভঙ্গ করায় বিধি অনুযায়ী মেসার্স এস. কে. সরদার এন্টারপ্রাইজ এর সঙ্গে মালামাল সংগ্রহ ও সরবরাহের চুক্তিপত্র বাতিল করা হয়েছে।
সেই সঙ্গে মালামাল সরবরাহ করতে অসমর্থতা প্রকাশ করায় এবং সম্পাদিত চুক্তি বাতিলের ফলে ইসির যে দাপ্তরিক ও আর্থিক ক্ষতিপূরণ বাবদ কার্য সম্পাদন জামানত আদায় করা হবে না এবং ‘প্রতারণামূলক কার্যে’ জড়িত হওয়ার ফলে আগামী দুই বছরের জন্য নির্বাচন কমিশন সচিবালয়সহ সরকারি তহবিলে পরিচালিত সব প্রতিষ্ঠানের ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে কেন অযোগ্য ঘোষণা করা হবে না সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে ইসির আদেশে।
আগামী সাত দিনের মধ্যে ইসির অতিরিক্ত সচিবের কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এতে।