মাহমুদউল্লাহর কাছে জয়ের নায়ক মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2018 10:48 AM BdST Updated: 24 Sep 2018 12:56 PM BdST
বিপর্যয় থেকে দলকে উদ্ধার করা দুর্দান্ত ইনিংস। গুরুত্বপূর্ণ একটি উইকেট। একটি দারুণ ক্যাচ। সব মিলিয়ে ম্যান অব দা ম্যাচ মাহমুদউল্লাহ। তবে তার কাছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের মূল কৃতিত্ব শেষ ওভারের নায়ক মুস্তাফিজুর রহমানের।
শেষ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। মুস্তাফিজের করা ওভার থেকে এসেছে ৪ রান। এশিয়া কাপের সুপার ফোরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশ জিতে নিয়েছে ৩ রানে।
শেষ ওভারের রুদ্ধশ্বাস উত্তেজনায় অসাধারণ বোলিংয়ে ভাগ্য গড়ে দিয়েছেন মুস্তাফিজ। তবে সেটির প্রেক্ষাপট রচনায় বড় ভূমিকা মাহমুদউল্লাহর। বাংলাদেশ ৮৭ রানে ৫ উইকেট হারানোর পর গিয়েছিলেন উইকেটে। সেখান থেকে ইমরুল কায়েসের সঙ্গে ১২৮ রানের জুটিতে দলকে নিয়ে গেছেন লড়াই করার মতো স্কোরের স্বস্তিতে।

মাহমুদউল্লাহ যদিও ম্যাচের গুরুত্বপূর্ণ সময় মনে করেন শেষ ওভারটিকেই। ম্যাচ শেষে তিনি এগিয়ে রাখলেন মুস্তাফিজের বোলিংকে।
“টার্নিং পয়েন্ট আমি মুস্তাফিজের বোলিংকেই বলব আমি। আমাদের জুটি হয়ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ৬ বলে ৮ রান আটকানো সহজ নয়। মুস্তাফিজ যেভাবে বোলিং করেছে, সেটা ছিল অসাধারণ।”
শুধু শেষ ওভারে দলকে জেতানো বোলিংই নয়, মাহমুদউল্লাহ মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ পারিপার্শ্বিকতার কারণেও। প্রচণ্ড গরমে পায়ে ক্র্যাম্প করায় ঠিকভাবে বোলিং করতে পারছিলেন না মুস্তাফিজ। রান আপসহ বোলিংয়ে দিতে পারছিলেন না পুরোটা। ইয়র্কার তো পারছিলেনই না। এরপরও নিজেকে উজার করে দিয়েছেন যতটা সম্ভব।

“ওরা ভালো ক্রিকেট খেলেছে, আমরাও খেলেছি। আমরা শেষ পর্যন্ত স্নায়ু ধরে রাখতে পেরেছি, মুস্তাফিজের অসাধারণ শেষ ওভারের জন্য। আমরা বারবার ওকে এজন্যই কৃতিত্ব দিচ্ছি যে ও ক্র্যাম্প করছিল, স্ট্রেচিং করছিল। আমার মনে হয়, ও পুরো রান আপে বল করছিল না। শর্ট করে নিয়েছিল একটু। এজন্য ওকে কৃতিত্ব দিচ্ছি এত বেশি।”
-
তামিম-জয়ের ব্যাটে ছুটছে বাংলাদেশ
-
অবশেষে নাঈম আজ খবরে
-
‘ঈশ্বরের দেওয়া’ ১৯৯ রানেই খুশি ম্যাথিউস
-
সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
-
চোটে মৌসুম শেষ সাকিব মাহমুদের
-
বলে খোঁচা লেগেছে, বোঝেননি ম্যাথিউসও
-
৫০-৬০ রান কম হয়ে গেছে, বললেন ম্যাথিউস
-
বাংলাদেশে ম্যাথিউস প্রথম, ৯৯ ও ১৯৯ রানেও তিনি একমাত্র
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিদেশ সফর সীমিত হল সরকারি যেসব প্রতিষ্ঠানে
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- ‘ট্রফি ধরে রাখতে আমরা জীবন দিয়ে দেব’
- যানজট নিরসনে রাত ৮টার পর দোকান বন্ধ চান মেয়র তাপস
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- তামিম-জয়ের ব্যাটে ৬১ ইনিংসের খরা কাটানোর আশা