মাহমুদউল্লাহর কাছে জয়ের নায়ক মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2018 10:48 AM BdST Updated: 24 Sep 2018 12:56 PM BdST
বিপর্যয় থেকে দলকে উদ্ধার করা দুর্দান্ত ইনিংস। গুরুত্বপূর্ণ একটি উইকেট। একটি দারুণ ক্যাচ। সব মিলিয়ে ম্যান অব দা ম্যাচ মাহমুদউল্লাহ। তবে তার কাছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের মূল কৃতিত্ব শেষ ওভারের নায়ক মুস্তাফিজুর রহমানের।
শেষ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। মুস্তাফিজের করা ওভার থেকে এসেছে ৪ রান। এশিয়া কাপের সুপার ফোরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশ জিতে নিয়েছে ৩ রানে।
শেষ ওভারের রুদ্ধশ্বাস উত্তেজনায় অসাধারণ বোলিংয়ে ভাগ্য গড়ে দিয়েছেন মুস্তাফিজ। তবে সেটির প্রেক্ষাপট রচনায় বড় ভূমিকা মাহমুদউল্লাহর। বাংলাদেশ ৮৭ রানে ৫ উইকেট হারানোর পর গিয়েছিলেন উইকেটে। সেখান থেকে ইমরুল কায়েসের সঙ্গে ১২৮ রানের জুটিতে দলকে নিয়ে গেছেন লড়াই করার মতো স্কোরের স্বস্তিতে।

মাহমুদউল্লাহ যদিও ম্যাচের গুরুত্বপূর্ণ সময় মনে করেন শেষ ওভারটিকেই। ম্যাচ শেষে তিনি এগিয়ে রাখলেন মুস্তাফিজের বোলিংকে।
“টার্নিং পয়েন্ট আমি মুস্তাফিজের বোলিংকেই বলব আমি। আমাদের জুটি হয়ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ৬ বলে ৮ রান আটকানো সহজ নয়। মুস্তাফিজ যেভাবে বোলিং করেছে, সেটা ছিল অসাধারণ।”
শুধু শেষ ওভারে দলকে জেতানো বোলিংই নয়, মাহমুদউল্লাহ মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ পারিপার্শ্বিকতার কারণেও। প্রচণ্ড গরমে পায়ে ক্র্যাম্প করায় ঠিকভাবে বোলিং করতে পারছিলেন না মুস্তাফিজ। রান আপসহ বোলিংয়ে দিতে পারছিলেন না পুরোটা। ইয়র্কার তো পারছিলেনই না। এরপরও নিজেকে উজার করে দিয়েছেন যতটা সম্ভব।

“ওরা ভালো ক্রিকেট খেলেছে, আমরাও খেলেছি। আমরা শেষ পর্যন্ত স্নায়ু ধরে রাখতে পেরেছি, মুস্তাফিজের অসাধারণ শেষ ওভারের জন্য। আমরা বারবার ওকে এজন্যই কৃতিত্ব দিচ্ছি যে ও ক্র্যাম্প করছিল, স্ট্রেচিং করছিল। আমার মনে হয়, ও পুরো রান আপে বল করছিল না। শর্ট করে নিয়েছিল একটু। এজন্য ওকে কৃতিত্ব দিচ্ছি এত বেশি।”
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে